বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বগুড়ায় ট্রাকচাপায় মোকারম হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকারম হোসেন শিবগঞ্জ উপজেলার গরনা গ্রামের মৃত আছের আলীর ছেলে।
জানা যায় , বৃহস্পতিবার সকালে রংপুর থেকে আলু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় বাঘোপাড়া বন্দরে পৌঁছালে আলু বোঝাই ট্রাকটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশাচালক মোকারম ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুর ইসলাম বলেন, ট্রাকচালক ও তার সহকারী পলাতক থাকায় তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত মোকারমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
