
সারাদেশ
নওগাঁয় পবিত্র ঈদ-উল ফিতর পালিত

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় পবিত্র ঈদ-উল ফিতর পালিত হচ্ছে। বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন- নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি রেদওয়ান আহমেদ।
দলে দলে ঈদের নামাজ আদায় করতে ছুটে আসেন নানা বয়সি ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে নির্ধারিত সময়ে জামায়াত শুরুর আগেই ঈদগাহের মাঠ মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় মাঠের বাহিরে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে জায়নামাজ নিয়ে অংশ নেয় মুসল্লিরা।
নামাজ আদায় করেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্ট্যার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, পৌরসভা মেয়র নজমুল হক সনিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেনীর পেশার মানুষ।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
এদিকে ঈদ উৎসবকে ঘিরে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদ্যসরা অংশ নেয়।