সোমবার, ৩০ জুন ২০২৫ | ১৬ আষাঢ় ১৪৩২
Dhaka Prokash

মহিমাগঞ্জে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে অবস্থান ও মানববন্ধন

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টায় রেল স্টেশন চত্বরে সচেতন এলাকাবাসীর আয়োজনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্টেশন এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়।

অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মানজুদুর রহমান লাভলু, অধ্যক্ষ হুমায়ন কবির তুহিন, আওয়ামীলীগ নেতা মমিলুল ইসলাম, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অক্ষয় সাহা, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু মিয়া, আশিক, সবুজ প্রমুখ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাগণ অবিলম্বে শিল্প অঞ্চল মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবি জানান এবং ট্রেনটির যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণজমায়েত করার ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী-ঢাকা রুটে ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

ট্রেনটি লালমনিরহাটের পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।

Header Ad
Header Ad

বিপিএলে নোয়াখালীর অভিষেক, আসছে ‘নোয়াখালী রয়্যালস’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার পর থেকে দেশের নানা প্রান্তের জনপ্রিয় অঞ্চল থেকে দল অংশ নিলেও নোয়াখালী ছিল উপেক্ষিত। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ক্রিকেটপ্রেমী নোয়াখালীবাসীর স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে, কারণ আসন্ন বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি—নোয়াখালী রয়্যালস।

বিপিএলের ১১তম আসরে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান সায়ান'স গ্লোবাল। ২৪ জুন বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি দল মালিকানা চাওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র জানায়, ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বিপিএলের নিয়ম-কানুন মেনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে এবং সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ১১তম আসরের অংশ হতে চায়।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিপিএলের এই আসর ঘিরে নানা পরিবর্তনের জোর আভাস রয়েছে। বিশেষ করে, গত আসরে অনিয়ম, আর্থিক জটিলতা এবং খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিতর্কে জড়ানো ফ্র্যাঞ্চাইজিগুলোর বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া চলছে। এমন প্রেক্ষাপটে নতুন ও পেশাদার উদ্যোক্তা হিসেবে নোয়াখালী রয়্যালসের আগমনকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকেই।

৩০ জুন (সোমবার) বিসিবির বোর্ড সভায় নতুন দল অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনার তালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে আলোচনা শুরু হওয়ার আগেই বিপিএলপাড়ায় ‘নোয়াখালী রয়্যালস’ নামটি আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Header Ad
Header Ad

হোটেল থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে যা জানা গেল

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া একই পরিবারের তিনজন- স্বামী, স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু নিয়ে এক ধরণের রহস্য তৈরি হয়েছিল। তবে সোমবার (৩০ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম জানান, তিনটি মরদেহের শরীরে তেমন কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকলেও উপসর্গ দেখে প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, “মরদেহ থেকে রক্ত ও ভিসেরা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ল্যাব রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

এর আগে, রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানেও উল্লেখ করা হয় তাদের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

আমাদের ডিভোর্স হয়নি, হিরো আলম অভিমান করেছিল: রিয়ামনি

হিরো আলম ও রিয়ামনি। ছবি: সংগৃহীত

বগুড়ায় হঠাৎ আত্মহত্যার চেষ্টা, হাসপাতাল ভর্তি, আর তাতে ছুটে যাওয়া স্ত্রী রিয়ামনির। সব মিলিয়ে আবারো আলোচনার কেন্দ্রে উঠেছে হিরো আলম ও রিয়ামনির সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে পড়ে ‘ডিভোর্স হয়েছে’ এমন তথ্য, তখনই রিয়ামনি জানিয়ে দিলেন—“আমাদের ডিভোর্স হয়নি, হিরো আলম অভিমানে এসব বলেছিলেন।”

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ামনি স্পষ্ট করে বলেন, “আমি বারবার বলেছি, আমাদের মাঝে তৃতীয় একজন ঢুকে পড়েছিল। সেখান থেকেই যত জটিলতা। এখন ধীরে ধীরে হিরো আলম ঠিক হচ্ছেন। শিগগিরই তিনি মিডিয়ার সামনে আসবেন, তখন সব পরিষ্কার হবে।”

এদিকে হিরো আলমের অতীত অভিযোগ ছিল রিয়ামনিকে ঘিরেই। বাবার মৃত্যুর সময় পাশে না থাকায় ক্ষুব্ধ হয়ে তিনি সংসার না করার ঘোষণা দেন। তখন রিয়ামনি বিষয়টিকে ব্যক্তিগত ক্ষোভ বলে মন্তব্য করেছিলেন। বলেন, “উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই এমন কথা বলছেন।”

তবে এরপর রিয়ামনি পারিবারিক আদালতে ১২ লাখ টাকার দেনমোহর ও ভরণ-পোষণের দাবি করে একটি মামলা করেন। তার ভাষায়, “আমি এখনো কোনো তালাকনামা হাতে পাইনি। আইনি দিক থেকে এখনো আমি তার স্ত্রী। সে আমার খোঁজখবরও নেয় না। তাই দেনমোহর ও ভরণ-পোষণের জন্য আদালতে মামলা করেছি।”

অন্যদিকে, হিরো আলম গত ২১ জুন স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় পরকীয়ার অভিযোগ এনে মামলা করেন। অভিযোগে বলা হয়, রিয়ামনিকে ভাড়াবাড়িতে অপর একজন পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। পরবর্তীতে তাকে মারধর করা হয় এবং তার গলার সোনার চেইন চুরি হয় বলে উল্লেখ করেন হিরো আলম।

এতসব নাটকীয় ঘটনার মাঝেই ২৮ জুন সকালে বগুড়ার এক বন্ধুর বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় হিরো আলমকে। প্রাথমিকভাবে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই ছুটে যান রিয়ামনি। হাসপাতালের সঙ্গেই আবার নতুন করে আলোচনায় আসে তাদের সম্পর্ক।

অনেকেই প্রশ্ন তুলেছেন—যদি সত্যিই তালাক হয়ে থাকে, তাহলে রিয়ামনি কেন নিজেকে হিরো আলমের স্ত্রী হিসেবে দাবি করছেন? রিয়ামনির জবাব পরিষ্কার, “কোনো কাগজপত্র ছাড়াই তালাকের ঘোষণা দিয়ে মিডিয়ায় বলে বেড়ানো হচ্ছে। আমি এখনো আইনত তার স্ত্রী। আর আমি এখনো ওর প্রতি দায়িত্বশীল।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিপিএলে নোয়াখালীর অভিষেক, আসছে ‘নোয়াখালী রয়্যালস’
হোটেল থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে যা জানা গেল
আমাদের ডিভোর্স হয়নি, হিরো আলম অভিমান করেছিল: রিয়ামনি
সরকারি উদ্যোগেও কমেনি ইলিশের দাম, খালি হাতেই ফিরছেন ক্রেতারা
মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব লেনদেন
বিরামপুরে ১৭০তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালন
এনবিআরের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, বেনাপোল কাস্টমসে কার্যক্রম শুরু
কুবি শিক্ষার্থীদের প্রতি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা
ঢাকাস্থ ধুনটের সুধীজন কল্যাণ ফোরামের ঈদ পুনর্মিলনী ও নির্বাচন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ প্রকাশ
বিশ্বের প্রথম রোবট ফুটবল ম্যাচ আয়োজনে চীনের নতুন ইতিহাস
পালিয়ে যাওয়ার দশ মাস পর প্রথম চেহারা দেখালেন ওবায়দুল কাদের
নির্বাচন কমিশন পুনর্গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত
বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে সরানোর ঘোষণা পরিবেশ উপদেষ্টার
আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৭২ ফিলিস্তিনি
ভুয়া মামলা ও নির্দোষকে হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধান যুক্ত: আসিফ নজরুল
দ্বিকক্ষবিশিষ্ট সংসদে একমত সব দল, আনুপাতিক ভোটে অনৈক্য: আলী রীয়াজ
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা স্থিতিশীল
বসুন্ধরা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার (ভিডিও)