ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। ছবি: সংগৃহীত
জনপ্রিয় শিক্ষক জুটি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ ব্যক্তিজীবনে জুটি বেঁধেছেন গত বছর। এই দুজন বিয়ের পরে নতুন খবর দিলেন। দুজনই এই মুহূর্তে অবস্থান করছেন মক্কা নগরীতে। পালন করেছেন ওমরাহ।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে স্ত্রী মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন। আয়মান ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

পোস্টটি তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের দুজনকে শুভ কামনা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
