শনিবার, ১১ মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ঢামেক চিকিৎসক পিযূষের বিরুদ্ধে অর্ধশত অভিযোগ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগটি এখন রোগীদের জন্য আতঙ্কের বিভাগের পরিণত হয়েছে। এই বিভাগের ভর্তি করা রোগীরা সব সময় ডাক্তারদের নিয়ে আতঙ্কে থাকেন! নিউরোসার্জারি ইয়েলো ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ডা. পীযূষ কান্তি মিত্রের বিরুদ্ধে গত এক বছরে লিখিত ও মৌখিকভাবে অর্ধশত অভিযোগ করেন রোগী ও তার স্বজনরা। এর কোনো প্রতিকার এখন পর্যন্ত কর্তৃপক্ষ তার বিরুদ্ধে নিতে পারেনি।

শুধু রোগী নয় হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া নতুন করে আবার অভিযোগ উঠেছে তার ‍বিরুদ্ধে। অস্ত্রোপচারের সময় রোগীর ঘাড়ে স্ত্রু না লাগিয়েও ৩৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন রোগীর লোকজন। তার ইউনিটে রোগী ভর্তি হলেই তিনি অস্ত্রোপচার বা আইসিইউ নিয়ে ব্যবসা শুরু করে দেন বলে অভিযোগ। এত অভিযোগের পরও তার কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

এ ঘটনায় ভুক্তভোগী রোগী মো. দেলোয়ার হোসেনের ছেলে শেখ আজিজুল হাকিম গত ৪ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি কর্তৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।

আজিজুল হাকিম লিখিত অভিযোগে বলেন, ‘আমার বাবা দেলোয়ার হোসেন, বয়স ৫৫ বছর। আমার বাবা অত্র হাসপাতালে চলতি বছরের জুলাই মাসের ৭ তারিখ থেকে চিকিৎসাধীন। পরে আগস্ট মাসের ৩ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত নিউরোসার্জারি বিভাগের ইয়েলো ইউনিটের কেবিন নম্বর ৬৬ (এ) তে চিকিৎসা নিচ্ছিলেন। আমার বাবার ঘাড়ের অপারেশনের জন্য স্ক্রু লাগবে বলে আমাকে জানানো হয় ৩৫ হাজার টাকা লাগবে। গত আগস্ট মাসের ১৭ তারিখে অপারেশনের পরে আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন। এবং মনির সার্জিক্যালের একটি মানি রিসিট দেওয়া হয়। পরে এক্সরে করে দেখা যায় ঘাড়ে কোনো স্ক্রু লাগানো হয়নি। এ অবস্থায় আমার আকুল আবেদন এই যে, আমার বাবার ঘাড়ে স্ক্রু না লাগিয়েও যে টাকা নেওয়া হয়েছে, আমি এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চাই।’

চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগকারী শেখ আজিজুল হাকিম বলেন, ‘আমার বাবার ঘাড়ের অপারেশনে স্ক্রু লাগানোর কথা বলে ডা. পীযূষ কান্তি মিত্র অপারেশন শেষে ৩৫ হাজার টাকা ম্যানেজ আছে কি না জানতে চান। টাকা ম্যানেজ করে রেখেছি বলে তাকে জানাই। এরপর তিনি একটি ছেলের কাছে ৩৫ হাজার টাকা দিতে বলেন। আমি ওই ছেলের কাছে টাকা দিলে তিনি আমাকে টাকা গ্রহণ করার একটি মানি রিসিট (দোকানের নাম মনির সার্জিক্যাল) দেন। কিন্তু পরে বাবার ঘাড়ে এক্সরে করে দেখি সেখানে কোনো স্ক্রু লাগানো হয়নি। এ ঘটনায় আমি হাসপাতালের পরিচালক ও কলেজের অধ্যক্ষের কাছে একটি অভিযোগ দিয়েছি। বিষয়টি জানাজানি হওয়ায় তিনি আমাকে আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) তার সঙ্গে দেখা করতে বলেন।

এবিষয়ে জানতে চাইলে মনির সার্জিক্যালের সোহেল বলেন, ‘অপারেশনের পর পীযূষ কান্তি স্যার আমাকে ৩৫ হাজার টাকার একটি মানি রিসিট দিয়ে রোগীর ছেলের কাছ থেকে টাকা নিতে বলেন। তার কথা অনুযায়ী আমি ওই রোগীর ছেলের কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে তাকে একটি মানি রিসিট দেই। এরপর মেশিনের ভাড়া বাবদ ৬ হাজার টাকা রেখে ২৯ হাজার টাকা স্যারের কাছে দেই। পীযূষ স্যার বলেন আমি রোগীর ছেলেকে ২৯ হাজার টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু তিনি ওই রোগীর ছেলেকে টাকা ফেরত দিয়েছেন কি না সে বিষয়ে আমার জানা নেই। তবে সেখানে যে স্ক্রু লাগানোর কথা ছিল সেটি স্যার লাগাননি।’

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে অধ্যাপক ডা. পীযূষ কান্তি মিত্র বলেন, ‘টাকা নেওয়ার বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। রোগীর ছেলে যে অভিযোগটি করেছেন সেই অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

ভুক্তভোগীর ছেলে আপনার কথায় মনির সার্জিক্যালের এক ছেলেকে টাকা দিয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি টাকা নেইনি।’ ভুক্তভোগী আপনার বিরুদ্ধে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন, এ বিষয়ে তথ্য-প্রমাণ রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি সংবাদ প্রচার না করার জন্য বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক বলেন, উনার (ডা. পীযূষ কান্তি) বিরুদ্ধে গত এক বছরে প্রায় অর্ধশত লিখিত ও মৌখিক অভিযোগ হাসপাতালের পরিচালকের কাছে রোগীর লোকজন দিয়েছে। কিন্তু উনার কোনো বিচার হয় না। এই বিভাগে আমরা চাকরি করি আমাদের মানসম্মান নিয়ে উনি টানাহ্যাঁচড়া করছেন। আমরা তার বিচার চাই। তাকে এখান থেকে বদলি করা হোক। তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো শতভাগ সত্য। এত ঘটনার পরও তিনি এক বিশেষ ব্যক্তির ঘনিষ্ঠ হওয়ায় একটি ইউনিটের প্রধান হয়ে গেলেন। যে কারণে তিনি কাউকেই তোয়াক্কা করেন না। উনার বিরুদ্ধে দুদকে এখনো মামলা চলছে। ওনার কারণে নিউরোসার্জারি বিভাগের অন্যান্য চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

তারা আরও বলেন, স্ক্রু না লাগিয়ে রোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি গুরুতর অপরাধ। ঢাকা মেডিকেলে বেশিরভাগ রোগী বিভিন্ন গ্রাম এলাকা থেকে আসেন। অসহায় এই মানুষকে জিম্মি করে তিনি টাকা আদায় করেন। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার বলেন, ‘আমরা তাকে নিয়ে খুবই বিব্রত ও অস্বস্তিতে আছি। তিনি একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। কোনো এক অদৃশ্য শক্তির কারণে এত অপকর্মের পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সম্প্রতি তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ হয়েছে বলে জানতে পেরেছি। তবে প্রশাসনিক ব্লক থেকে আমার কাছে এখন পর্যন্ত কোনো কাগজ আসেনি।’

তিনি আরও বলেন, শুনেছি ডা. পীযূষ কান্তি যে অপারেশনের জন্য ৩৫ হাজার টাকা নিয়েছেন, সেটা অনেক বেশি। এ ছাড়া তার যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে স্ক্রু না লাগালে রোগী ভর্তি থাকা অবস্থায় তার টাকা ফেরত দেওয়ার কথা। কিন্তু রোগী ছাড়পত্র নিয়ে অনেক আগেই চলে গেছে, টাকা তিনি ফেরত দেননি। তার মানে তিনি এই টাকা রোগীর কাছ থেকে অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন।’

কার ছত্রছায়ায় তিনি এই ধরনের অপকর্ম করছেন সেটি খুঁজে বের করার কথা উল্লেখ করে বিভাগীয় প্রধান আরও বলেন, ‘আমার ক্ষেত্রে যদি এমন হতো তাহলে আমি নিজেই এখান থেকে চলে যেতাম। ঢাকা মেডিকেলের মতো জায়গায় তার মতো চিকিৎসকের দরকার নেই বলে আমি মনে করি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘আমরা ডা. পীযূষ কান্তি মিত্রের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্হা নেওয়া হবে। তাকে আর ছাড় দেওয়ায় হবে না। বার বার তার বিরুদ্ধে একটা না একটা অভিযোগ আছেই।’

এসএন

Header Ad

স্বর্ণের দাম আরও বাড়ল

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম সর্বোচ্চ ১ হাজার ৮৩২ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২৮১ টাকা হয়েছে।

শ‌নিবার (১১ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১২ মে) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০৫ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২৬ হাজার ৬৪৫ টাকা গুনতে হবে।

এর আগে ৮ মে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ২০১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৮৬ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬০১ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে গত সোমবার (৬ মে) সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫৯৫ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৫০১ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আফগানিস্তানে আকস্মিক বন্যা, একদিনে দুই শতাধিক মৃত্যু

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে আকস্মিক বন্যায় একদিনেই দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার দেশটির বাগলান প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর এএফপির

আফগানিস্তানে কর্মরত জাতিসংঘের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ সময় ভেসে গেছে কয়েক হাজার বাড়িঘর।

আইওএমের জরুরি সাড়াদান বিভাগের প্রধান জানিয়েছেন, বাগলান প্রদেশের জাহিদ জেলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে এবং এখানে দেড় হাজারের বেশি বাড়িঘর ভেসে গেছে। আইওএম অবশ্য আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেই সূত্র হিসেবে ব্যবহার করেছে।

তবে তালেবান সরকার জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত তারা জাহিদ জেলায় ৬২ জনের মৃত্যুর খবর পেয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘আমাদের শত শত নাগরিক এই বিপর্যয়কর বন্যায় মারা গেছে।’

রংপুর মেডিকেলের আইসিইউ ইউনিটে আগুন

ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আইসিইউ ইউনিটের ৩ নম্বর এসিতে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎহীন ছিল ওয়ার্ডটি। তবে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টায় হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে হাসপাতালে অবস্থান করা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। যদিও এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তারা আরও জানায়, এ ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো হাসপাতাল। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, আইসিইউ ইউনিটের এসিতে আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ৪ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ওই ওয়ার্ডের দায়িত্বরত সিকিউরিটি গার্ড হায়দার আলী বলেন, এখানে বিদ্যুতের শর্ট সার্কিট হয়। সঙ্গে সঙ্গে আমরা সেটা নিয়ন্ত্রণ করি।

আইসিইউ ওয়ার্ডের ইনচার্জ জামাল উদ্দিন মিন্টু জানান, ৩টা ৫৫ মিনিটে ওই ওয়ার্ডের ৩ নম্বর এসির সার্কিট পুড়ে যায়। সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে জরুরি লাইন চালু করা হয়। মেইন লাইন থেকে বিদ্যুৎ আধা ঘণ্টা বন্ধ ছিল। এখন সব কিছু ঠিক আছে।

সর্বশেষ সংবাদ

স্বর্ণের দাম আরও বাড়ল
আফগানিস্তানে আকস্মিক বন্যা, একদিনে দুই শতাধিক মৃত্যু
রংপুর মেডিকেলের আইসিইউ ইউনিটে আগুন
আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল
পতঞ্জলি নিয়ে বিপাকে পড়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব
রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের ‍পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা আগামীকাল
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'অড সিগনেচার'-এর পিয়াল
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষ বৈধ করতে যাচ্ছে পাকিস্তান!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ‘বিসিএস প্রস্তুতি’ বন্ধ হচ্ছে
বিদেশিদের এনআইডি করতে লাগবে না দ্বৈত নাগরিকত্ব সনদ
চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে প্রাণ গেল ২ কৃষকের
ফিলিস্তিনকে স্বীকৃতি, জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেললেন ক্ষুব্ধ ইসরায়েলি রাষ্ট্রদূত
স্প্যান বসানো শেষ, ডিসেম্বরে বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন
পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের অবরোধ
ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হবে ১০ জুন: রেলমন্ত্রী
২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ এখন বাংলাদেশের জলসীমায়
নিজের মুখেই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
মা, স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে হত্যার পর যুবকের আত্মহত্যা
বিয়ে না করেই দ্বিতীয়বার মা হচ্ছেন একতা কাপুর