বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ফরিদপুরের পর্দা কেলেঙ্কারির নায়ক এবার সোহরাওয়ার্দী হাসপাতালে!

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অনিয়ম-দুর্নীতি রীতিমত জেঁকে বসেছে। এবার একটি মেশিন নিয়ে চলছে নানা তেলেসমাতি। হাসপাতালের আগের পরিচালক জার্মানির তৈরি মেশিন নিয়েছিলেন। আর বর্তমান পরিচালক সেটিকে বিদায় দিয়ে নিজের পছন্দের কাউকে রি-এজেন্ট করতে চায়নিজ মেশিন ঢুকিয়েছেন হাসপাতালে। সেই মেশিন আবার সরবরাহ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারির হোতা মুন্সি সাজ্জাদ হোসেন। আর এই মেশিন কেলেঙ্কারিতে ত্রাহি অবস্থা সেবা নিতে আসা রোগীদের।

জানা গেছে, বিশেষ স্বার্থ হাসিলের জন্য ডাইমেনশন আরএক্স মেশিন যেটি বর্তমানে সচল রয়েছে, সেটি বাইরে ফেলে রেখে চীনের তৈরি একই মেশিন হাসপাতালে ঢুকিয়েছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও বিতর্কিত এক ঠিকাদারের মাধ্যমে চীনা এই মেশিনটি আনিয়েছে। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সিন্ডিকেট ভাঙতেই এটা করা হয়েছে।

কিন্তু সমস্যা দেখা দিয়েছে নতুন এই মেশিন বসানোর পর অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভুল রিপোর্ট আসছে।

জানা গেছে, জার্মানির তৈরি মেশিন দেশের অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে নির্ভুলভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ করেই সচল মেশিনটি বারান্দায় ফেলে রেখে নতুন মেশিন বসিয়েছে। এ নিয়ে খোদ হাসপাতালের ভেতরেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কানাঘুষা চলছে। অভিযোগ উঠেছে, একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবেই চীনের মেশিন হাসপাতালে ঢুকিয়েছে।

জার্মানির তৈরি ডাইমেনশন আরএক্স মেশিনটি সচল থাকা সত্ত্বেও বারান্দায় ফেলে রেখে নতুন যে চাইনিজ মেশিনটি বসানো হয়েছে তাতে টিএসএইচ এবং এফটি-৪ রিপোর্টে ভুল এসেছে। এ ছাড়া ক্রিটিনিন পরীক্ষাতেও ভুল রিপোর্ট এসেছে। যা রোগীর জন্য মারত্নক ক্ষতি হতে পারত। এনিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দফা মিটিংও করেছে।

গত ২৮ জুলাই শারমিন নামের এক রোগীর টিএসএইচ পরীক্ষা করা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে। সেখানে টিএসএইচ ০.২৪ এবং এফটি-৪ ফলাফল দেখানো হয়েছে ১৭.০। ডাক্তার সেই রিপোর্টকে ভুল বলায় নতুন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানো হয়। সেখানে এফটি-৪ ফলাফল আসে ১৩.৭৮ এবং টিএসএইচ রিপোর্টে ফলাফল আসে ৩ দশমিক ৯৬। এটা ওই রোগীর জন্য মারাত্নক ক্ষতি হতে পারত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

খোঁজ নিয়ে জানা গেছে, জার্মান মেশিনটি গিফটের। এই মেশিন গিফট দেওয়ার পেছনে বড় কারণ রি এজেন্ট ব্যবসা। অর্থাৎ যতদিন এই মেশিন এখানে থাকবে ততদিন ওই প্রতিষ্ঠান এখানে রি-এজেন্ট দিতে পারবে। এতে করে প্রতিষ্ঠানের ব্যবসায়িক উদ্দেশ্যেও সফল হবে।

অন্যদিকে যে প্রতিষ্ঠান এখন রি-এজেন্ট ব্যবসা করছে তাদেরকে তাড়িয়ে নতুন ঠিকাদার সোহরাওয়ার্দী হাসাপাতালে মেশিনারিজ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চায়। সে জন্য তারা চায়নিজ একটি মেশিন সরবরাহ করেছে। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেলেঙ্কারির সঙ্গে জড়িত জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন ডাইমেনশন আরএক্স মেশিন সোহরাওয়ার্দী হাসপাতালে সরবরাহ করতে চান। তিনি চাকরির পাশাপাশি হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত।

জার্মান মেশিনের বদলে চায়নিজ যে যন্ত্রটি উঠানো হয়েছে তার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সাহিদা এন্টারপ্রাইজ ও এসএল ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠান এই যন্ত্র সরবরাহ করেছে। এই দুটি প্রতিষ্ঠানই মুন্সি সাজ্জাদ হোসেনের পরিবারের সদস্যদের। তাদের কাছে চাহিদা ছিল জার্মানির মেশিনের। কিন্তু তারা সেটি না দিয়ে চায়নিজ মেশিন সরবরাহ করেছে।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বাৎসরিক চাহিদাপত্র থেকে জানা গেছে, পরীক্ষা নিরীক্ষার এই যন্ত্রটির জন্য যে টেন্ডার করা হয়েছিল তার গ্রুপ নং-৪ কেমিক্যাল রি-এজেন্ট। (সূত্র স.ম.ক.হ: এমএসআর ও বিবিধ/২০২১/২০২২/২৫৬১। তারিখ ২১.০৯.২০২১।) দরপত্র দাখিলের তারিখ ২৫.১০.২০২১। বাজেট ২০২১-২০২২ অর্থবছর।

দেশের ৮০ ভাগ হাসপাতালে জার্মানির এই মেশিন রয়েছে বলে জানিয়েছেন সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. মইনউদ্দিন রুবেল। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, আমার মেশিন সচল, তারা সেটা বাইরে ফেলে রেখেছে। কিন্তু কি কারণে মেশিন বাইরে ফেলে রাখা হয়েছে তা তিনি জানেন না।

তবে এই অভিযোগ মানতে নারাজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, সিন্ডিকেট ভাঙতেই এটা করা হয়েছে। দুইটা মেশিনের একটা মেশিন অচল আর একটা চালু আছে। জার্মানি মেশিনের কথা বলে সিন্ডেকেট করে সরকারের যে টাকা অপচয় করেছে তারা সিঙ্গেল অথরাইজেশন এনে সেটা ভাঙতেই এটা করা হয়েছে। জার্মানির যে রি-এজেন্টের দাম ১০ টাকা, সেটা তারা ১০০ টাকা করেছে, বাধ্য হয়ে তাদের কাছে যেতে হতো। এতো উচ্চমূল্যে আমরা কিনতে পারি না। বাধ্য হয়ে তাদের বাদ দেওয়া হয়েছে। এখন তারা পায়নি বলে একটু রিউমার তো দেবেই। আমরা তো জনগণের স্বার্থে কাজ করেছি।

নতুন মেশিনে যে ভুল রিপোর্ট এসেছে, এ বিষয়ে প্রশ্ন করলে আমতা আমতা করে এই পরিচালক বলেন, ‘ভুল কোনো ই না, যে কোন ভুল অ্যা… অ্যা…। এখন আগের চেয়ে পরীক্ষার হার কত বেড়েছে, ২০ গুণ পরীক্ষা বেড়েছে। আগের পরিচালক হাই দামে কিনে জার্মানি ঢুকিয়েছেন।’

অনেক পরীক্ষা হয় না এ বিষয়ে তিনি বলেন, রি-এজেন্ট শেষ হলে টেন্ডার ছাড়া তো আনতে পারি না।

সরকারি ক্রয় বিধিমালা না মেনে এটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় (পিপিআর) ২০০৮- এ বলা আছে, টেন্ডারে কোম্পানির নাম উল্লেখ করতে পারবেন না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ‘হিউম্যান’ উল্লেখ করে দিয়েছে। এটা ওই কোম্পানির ব্রান্ডের নাম। সাধারণত টেন্ডারে দেশের নাম উল্লেখ করে দেওয়া হয়। এখানে সেই বিধিমালা লঙ্ঘন করা হয়েছে।

এই পুরো প্রক্রিয়ার সঙ্গে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জড়িত রয়েছে। এদের মধ্যে স্টোর কিপার দেলোয়ার হোসেন, জাকির এবং ফার্মাসিস্ট আমিনুলও যুক্ত আছেন।

অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘মেশিন ঢুকছে কথা সত্য। চায়না মেশিনও ঢুকছে, জার্মানিরটাও ঢুকছে। হিউম্যানের যে চায়না মেশিন ঢুকছে সেটা সত্য। তবে আমার জড়িত থাকার যে অভিযোগ সেটা একদমই সত্য না‘।

জানতে চাইলে মুন্সি সাজ্জাদ হোসেন সাহিদা এন্টারপ্রাইজ ও এসএল ট্রেডার্স দুটিই তার প্রতিষ্ঠানই স্বীকার করে বলেন, ‘আমি মেশিন সরবরাহ করিনি। আমি এমএসআর প্রোডাক্ট সরবরাহ করেছি। এখানে মেশিন সরবরাহ করেছে আলম নামে একজন।’

এনএইচবি/আরএ/

Header Ad

আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, "আওয়ামী লীগ যে মতাদর্শ এবং প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে তাদের আর রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তবে তা হবে গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা। আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি। তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, যা স্পষ্ট। তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র জনতা। এ অবস্থায়, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা, তা নিয়ে কোনো দ্বিধা নেই। একটি ফ্যাসিস্ট দল কখনোই গণতান্ত্রিক কাঠামোতে রাজনীতি করতে পারে না।"

নাহিদ ইসলাম দাবি করেন, "ওয়ান-ইলেভেনের সময় থেকে ফ্যাসিবাদী শাসনের সূত্রপাত হয়েছে। বিশেষ করে ২০১৮ সালের পর থেকে ছাত্র নেতৃত্বের উত্থান ঘটে। সরকার এই আন্দোলনকে রাজনৈতিকভাবে দমন করতে চেয়েছিল। পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হলে জনগণ রুখে দাঁড়ায়। আমাদের লড়াই ছিল আত্মমর্যাদা ও সম্মানের লড়াই।"

তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার এসেছে, তাকে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করা ভুল। তত্ত্বাবধায়ক সরকার একটি নির্ধারিত সময়ের জন্য নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু এবারকার সরকারকে সংস্কার করতে হবে। না হলে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা মসৃণ হবে না।"

Header Ad

প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল এক দিনের ব্যবধানে

মোহাম্মদ মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

দিনের ব্যবধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব হিসেবে মোহাম্মদ মোজাম্মেল হকের নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর একদিন আগে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের একটি আদেশে গুরুত্বপূর্ণ এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোহাম্মদ মোজাম্মেল হক (পরিচিতি নং ২০৯), মহাপরিচালক এবং মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন, বাংলাদেশ দূতাবাস, চীন-কে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকরণের সিদ্ধান্ত অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

মোজাম্মেল হক বর্তমানে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার এবং ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। তার পেশাগত জীবনে চীনে উপ-রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও মেক্সিকো ও যুদ্ধকবলিত লিবিয়ায় অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

Header Ad

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সরকার

ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় বিশেষ করে গত ১৫ বছরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একাধিক হত্যাকাণ্ড, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ বিভিন্ন জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে যুক্ত ছিল। এসব ঘটনায় দেশের প্রধান গণমাধ্যমে প্রমাণ্য তথ্য প্রকাশিত হয়েছে এবং কিছু মামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই থেকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের ওপর আক্রমণ করে। এতে শতাধিক নিরপরাধ শিক্ষার্থীসহ আরও অনেকের জীবন বিপন্ন হয়। এ বিষয়ে সরকারের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। এছাড়াও, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আইনের তফসিল-২ এ 'বাংলাদেশ ছাত্রলীগ' নামীয় সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করেছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল এক দিনের ব্যবধানে
সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সরকার
আলোচিত সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আটক
বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঘূর্ণিঝড় ‘দানা’: দেশের চার বন্দরের জন্য ঝুঁকি বেড়েছে
হাসপাতালেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল
সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক
দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার
সরকারকে সন্দেহের চোখে দেখছে জনগণ: রিজভী
রোমানিয়া থেকে ৯ মাসে ২৬৮ বাংলাদেশিকে ফেরত
৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নেতানিয়াহুর বেডরুমে এবার হিজবুল্লাহর ড্রোনের আঘাত
ঢাবিতে কালো মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কথা দিচ্ছি ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে: যশ
১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চায় না বিএনপি: নজরুল ইসলাম