শুক্রবার, ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শব্দ দূষণ: বাড়ছে স্ট্রোক, শারীরিক ও মানসিক ব্যাধি!

বায়ুদূষণের পর এবার শব্দদূষণেও বিশ্বের শীর্ষ স্থানটি দখল করেছে রাজধানী ঢাকা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর প্রকাশ করা এক বৈশ্বিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শব্দ দূষণের কারণে রাজধানীতে বসবাসরতরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, শব্দ দূষণের কারণে বাড়ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ও মানসিক অসুখ।

চিকিৎসকদের দাবি, অতিরিক্ত শব্দ শুধু বিরক্তিরই উদ্রেক করে না, এটি গুরুতর অসুখের কারণ হয়ে দাড়াতে পারে। তাছাড়া শব্দ দূষণে শরীরে যে অঙ্গটি সবচেয়ে প্রথম আক্রান্ত হয় সেটি হল কান এবং শ্রবণশক্তি।

এদিকে স্বাস্থ্য কর্মীরা (থেরাপি বিশেষজ্ঞ) বলছেন, উচ্চমাত্রার শব্দের মধ্যে থাকলে মানুষের শরীরে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। বেশি অ্যাড্রেনালিন মানুষের রক্তচাপ ও হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে। তাদের দাবি, অনেক রোগী খিটখিটে মেজাজ, উদ্বেগ, ও নিদ্রাহীনতায় ভোগেন।

চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে, একজন মানুষ সাধারণত স্বাভাবিকভাবে ৪০ ডেসিবল শব্দে কথা বলে। যাকে বলা হয় বাড়ির ভেতরের শব্দ। সেটিই কানের জন্য সুস্থ মাত্রার শব্দ। মানুষের কান ৭০ ডেসিবল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে। কিন্তু এর বেশি হলেই ক্ষতি। দিনের পর দিন যদি লম্বা সময় ধরে কেউ ৭০ ডেসিবলের উপরে শব্দের মধ্যে থাকেন তাহলে শ্রবণশক্তি ক্রমশ কমে যেতে থাকে। আমাদের দেশে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে সারাক্ষণ হর্ন বাজানো গাড়িচালক, ট্রাফিক পুলিশ, নির্মাণ কর্মী ও সড়কে দীর্ঘ সময় থাকতে হয় এমন যে কোনো ব্যক্তি।

বিভিন্ন সংস্থার জরিপের তথ্যানুসারে রাস্তায় শুধু গাড়ির হর্ন নয় ঢাকা শহরে ভবন তৈরি, অন্যান্য নির্মাণ কাজ, গ্রিল, টাইলস কাটা, মেশিনে ইট ভাঙা, মাইক বাজানো, জেনারেটরের শব্দ, আতশ বাজির শব্দ থেকে শুরু করে বিভিন্ন উচ্চমাত্রার শব্দে প্রতিনিয়ত শ্রবণশক্তি হারাচ্ছেন অনেক মানুষ।

কারওয়ান বজার মোড়ে কথা হয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মঞ্জুরুল ইসলামের সঙ্গে। এসময় সার্জেন্ট মঞ্জুরুল বলেন, পুলিশের চাকরি নেওয়ার আগে আমার কান ভালো ছিল এবং মাথা বেশ ঠান্ডা ছিল। রাস্তায় দিন রাত কাজের কারনে গাড়ির শব্দে কানে একটু কম শুনি এবং মাঝে মধ্যেই মাথা ব্যাথায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকি। তিনি বলেন, শব্দ দূষণ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলে তারা বলেন, আপনি রাস্তায় কাজ করেন। সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন সেটাই ভালোভাবে করেন তাতে আপনার লাভ হবে।

লালবাগে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সিরাজুল ইসলাম বলেন, ঢাকাতে শব্দ দূষণ বেড়েই চলেছে কেউ এই বিষয়ে সতর্ক হচ্ছে না। আমরা রাস্তায় থাকি অনেক সময় অসুস্থ হই। ডাক্তার দেখালে চিকিৎসকরা বলেন, কি কাজ করেন যখন বলি পুলিশের চাকুরী করি ট্রাফিকে আছি, তখন তারা বলেন, কিছু দিন রেস্ট নেন আর না হয় স্ট্রোক, হার্টের সমস্যা বা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। তিনি বলেন, রাস্তাঘাটে শুধু পুলিশ বা গুটিকয়েক লোক এসব শব্দ দূষণ প্রতিরোধ করতে পারবেন না এজন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

চলতি পথে কথা হয় আয়াত পরিবহনের চালক দ্বিন ইসলামের সঙ্গে। এসময় দ্বিন ইসলাম বলেন, রাস্তায় বের হলেই শব্দ দূষণে কান ঝালাপালা হয়ে যায়। আমিও রাস্তায় মাঝে মাঝে শব্দ দূষণ করে থাকি। শব্দ দূষণ না করে কি করবো? হর্ন না বাজালে অন্যান্য গাড়ির চালকেরা রাস্তায় সাইড দিতে চায় না। এজন্য আমিও বিরক্ত হয়ে মাঝে মাঝে উচ্চস্বরে হর্ন বাজাই। তবে এটি ঠিক নয় বলে নিজেই মন্তব্য করেন।

বাংলামোটরে কথা হয় ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাসায় যাওয়া রোগী খালেদ মিয়ার সঙ্গে। এসময় খালেদ অভিযোগ করে বলেন, ঢাকা শহরে রাস্তায় নামলে মাঝে মাঝে মনে হয় গাড়ি চালকেরা যেন হর্ন বাজানোর প্রতিযোগিতায় নেমেছেন। কোন কিছু সামনে পড়ে গেলেই কান ফাটিয়ে শব্দ করে হর্ন বাজায় তারা।

এসব বিষয়ে কথা হলে জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটের অধ্যাপক মুহাম্মদ আবু হানিফ বলেন, শব্দ দূষণ শরীরের খুব মারাক্তক ক্ষতি করে। শব্দ দূষণের কারণে প্রথমে শরীরের কান এবং শ্রবণশক্তি নষ্ট হয়। তাছাড়া শব্দ দূষণে বেশ কিছু রোগীর হিস্ট্রি বিশ্লেষণ করে দেখা গেছে বর্তমানে এটির কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক, মানসিক অসুখের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে।

জানতে চাইলে ঢাকা কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক গৌরব রঞ্জন সরকার বলেন, অতিরিক্ত শব্দ দূষণের কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে যা মস্তিষ্কে আঘাত করতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত শব্দ শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। ক্রমাগত যারা অনেক শব্দের মধ্যে থাকেন তারা ধীরে ধীরে শ্রবণশক্তি হাই পেশারসহ নানা ধরণের জটিল ব্যাধিতে আক্রান্ত হতে পারেন।

কেএম/এএস

Header Ad
Header Ad

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের চলমান দ্বন্দ্বের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসর স্থগিত করেছে বিসিসিআই। আজ (শুক্রবার) জরুরি এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা করা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের। প্লে অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ।

ভারত-পাকিস্তানের চলমান এই সঙ্কট, দুই প্রতিবেশি রাষ্ট্রের আক্রমণ-পাল্টা আক্রমণের কারণে নিরাপত্তা ঝুঁকিতে আছেন আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররাও। বিসিসিআই জানিয়েছে, সব বিদেশি ক্রিকেটারকেই তাদের নিজ নিজ দেশের পাঠানোর ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই।

মূলত গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রথম ইনিংসের মাঝপথে হঠাত করেই বন্ধ হয়ে যায় মাঠের তিনটি ফ্লাডলাইট। নিরাপত্তা শংকায় এর মিনিট দশেক পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। সীমান্তবর্তী বেশ কয়টি বিমানবন্দরু ঘোষণা করেছে ভারত, এর মধ্যে আছে ধর্মশালার একমাত্র বিমানবন্দরটিও। সে কারণে বিশেষ ট্রেন যোগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সরিয়ে নেয়ার কথা জানান, বিসিসিআই সভাপতি রাজিব শুক্লা।

Header Ad
Header Ad

এবার অপেক্ষা তারেক রহমানের ফেরার, চলছে জোরালো প্রস্তুতি

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার পর এবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। এরইমধ্যে তার রাজনৈতিক কার্যালয় গোছানো ও নিরাপত্তা প্রস্তুতি নেয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

নানা প্রতিকূলতার পর লন্ডনে উন্নত চিকিৎসার সুযোগ আর পরিবারের সান্নিধ্যে চার মাস কাটিয়ে গত মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। হেঁটে ঢুকেছেন গুলশানের বাসা ফিরোজায়। সঙ্গে ফিরেছেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও। এবার অপেক্ষা শুধু তারেক রহমানের দেশে ফেরার।

বিএনপি নেতারা বলছেন, আপসহীন চরিত্রে গণতন্ত্রের প্রতীক বেগম জিয়া। যথাসময়ে উন্নত চিকিৎসা না পাওয়ার আক্ষেপ তাদের। তবে শারীরিক জটিলতায় মাঠের রাজনীতিতে পুরোদমে সক্রিয় না হতে পারলেও চেয়ারপারসনের উপস্থিতি নেতাকর্মীদের উদ্যম বাড়াবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়া জীবনে কোনোদিন রাজনীতিতে আপস করেননি। তাকে হেঁটে জেলে যেতে হয়েছে, হুইলচেয়ারে বের হতে হয়েছে শেখ হাসিনার নির্যাতনে। কিন্তু সেসময় তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারতেন। উনাকে কোনোদিনই বাংলাদেশ দূরে রাখতে পারেননি।’

দীর্ঘদিন নির্বাসিত তারেক রহমানও দেশে ফেরার জন্য প্রস্তুত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তার ফেরার পরে এখানকার অবস্থান, রাজনৈতিক কার্যালয় এবং নিরাপত্তায় কী ব্যবস্থা নেয়া হবে, এর আয়োজন আমরা শুরু করে দিয়েছি। আমরা আশা করি তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।’

তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে ঘিরে কর্মীদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা গেলেও নেতারা জানান, এখনই রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নন তিনি।

Header Ad
Header Ad

পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

ছবি: সংগৃহীত

পদ্মা নদী থেকে ধরা প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে আট হাজার টাকায়। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে ইলিশটি নিলামে বিক্রি হলে স্থানীয় এক ব্যবসায়ী আট হাজার টাকায় কেনেন। পরে তিনিও যোগাযোগ করে এক প্রবাসীর কাছে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করেন। আজ সকালে পদ্মা নদীর মোহনায় ফরিদপুরের কবিরপুর চরে জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্তমানে পদ্মা নদীতে ইলিশের আকাল চলছে। জেলেদের জালে বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়লেও ইলিশের তেমন দেখা মিলছে না। আজ ভোরে পদ্মা নদীর মোহনায় রাজবাড়ীর সীমান্তবর্তী এবং ফরিদপুর জেলার শুরু কবিরপুর চরে জেলে ইসমাইল হালদারের জালে একটি বড় ইলিশ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের হালিম সরদারের আড়ত ঘরে তোলা হয়। এ সময় ওজন দিয়ে দেখা যায়, ইলিশটি প্রায় ১ কেজি ৯৬০ গ্রামের। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।

মো. শাহজাহান শেখ বলেন, মাঝেমধ্যে কাতলা, রুই, পাঙাশের দেখা মিললেও ইলিশের দেখা মিলে না বললেই চলে। হঠাৎ মাঝেমধ্যে দু–একটি ইলিশ পাওয়া গেলেও দাম অনেক বেশি হওয়ায় ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এ সময় শৌখিন টাকাওয়ালা মানুষেরা এসব মাছ কিনে নেন। এ ছাড়া এ বছর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে। তবে প্রায় দুই কেজি ওজনের এত বড় ইলিশ এই প্রথম ধরা পড়েছে বলে তিনি দাবি করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
এবার অপেক্ষা তারেক রহমানের ফেরার, চলছে জোরালো প্রস্তুতি
পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
৫ মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় নেওয়া হলো আইভীকে
জুমার পর যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর
প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট
একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত, সীমান্তজুড়ে ব্ল্যাকআউট
নিষিদ্ধ হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ
অবশেষে গ্রেফতার আইভী
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের দেশত্যাগ শুরু
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল দুই মাস
মাহফুজ-আসিফ আ’লীগ নিষিদ্ধ চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা: হাসনাত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ
আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত
ভারতীয় অর্ধশত সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের
নওগাঁর পতিসরে বিশ্বকবির কাছারি বাড়িতে জন্মবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ
অভিমানে ঘর ছাড়লেন শামীমের স্ত্রী
পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে ভারতের ব্ল্যাকআউট ঘোষণা
গরমকালে আম টাটকা রাখার উপায়