বিতর্ক যেন তাতিয়ে দেয় সাকিবকে

১৮ মার্চ ২০২৩, ০৫:২৪ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১২:১৯ এএম


বিতর্ক যেন তাতিয়ে দেয় সাকিবকে

বিতর্ক যেন সাকিবকে উসকে দেয়। এই উসকে দেওয়াটা ২২ গজে ব্যাটে-বলে। যত বেশি বড় বিতর্ক সাকিব যেন তত বড় পারফরমার।

এইতো আয়ারল্যান্ড সিরিজের আগে হুট করে দুবাই চলে যান একটি স্বর্ণের দোকানের উদ্বোধন করতে। এই দোকানের মালিক আবার এক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি। এ নিয়ে চারিদিকে কী ব্যাপক সমালোচনা।

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে সাকিব দলের সঙ্গে সিলেটও যেতে পারেননি। পরে দুবাই থেকে দেশে ফিরে বিতর্ককে মাথায় নিয়ে সাকিব সিলেট গিয়ে দলের সঙ্গে যোগ দিলেন। যেখানে তার মাঝে ছিল না বিন্দুমাত্র লেশ। সবার আগে অনুশীলনে নেমে নিবিড়ভাবে করেন অনুশীলন। আর আজ মাঠে নেমে ৯৩ রানের ইনিংস খেলে সাকিব আরেকবার বুঝিয়ে দিলেন বিতর্ক তাকে আরও বেশি করে তাতিয়ে দেয়।

সাকিবের সেঞ্চুরি না পাওয়াট ছিল দুর্ভাগ্যজনক। গ্রয়াম হুমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৯ বলে ৯ চারে ৯৩ রানের ইনিংস খেলার পথে ২৪ রানের সময় তিনি দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ক্যারিয়ারের ৫৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন ৬৫ বলে মাত্র ২ চারে।

তৌহিদ হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ২০.৩ ওভারে ১৩৫ রান করে দলের বড় সংগ্রহের পথ তৈরি করে দেন।

সাকিব এবার নিয়ে চারবার থেমে গেলেন নব্বইর ঘরে। উইন্ডিজের বিপক্ষে ৯৭ রানে আউট হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে ৯৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানে অপরাজিত ছিলেন।

এমপি/এমএমএ/


বিভাগ : খেলা

বিষয় : ক্রিকেট