খেলা

বিদ্রোহী ১৮ নারী ফুটবলার অবশেষে ফিরছেন ক্যাম্পে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ :২২ মার্চ ২০২৫, ১০:৪১ এএম

বিদ্রোহী ১৮ নারী ফুটবলার অবশেষে ফিরছেন ক্যাম্পে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের বিদ্রোহী ১৮ ফুটবলার অবশেষে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন। আগামী ৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে অংশ নেবেন সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মাসুরা পারভীনসহ অন্যান্য ফুটবলাররা। ৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দলের অনুশীলন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৫৫ জন নারী ফুটবলকে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে, যার মধ্যে ১৮ বিদ্রোহী ফুটবলারেরাও রয়েছেন।

বাফুফে সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, "৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু হবে এবং কোচ পিটার বাটলারও ওইদিন দেশে ফিরবেন। পরদিন ৭ এপ্রিল থেকে অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে।"

এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে জুনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবং জুলাইয়ের এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি।

এদিকে, জাতীয় দলের আরব আমিরাত সফরের আগেই সিনিয়র ফুটবলাররা তাদের বিদ্রোহ শেষ করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার মাঠে ফিরছেন তারা। ঈদের পর মাসুরা পারভীন ও রূপনা চাকমা ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে যোগ দেওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছেন।