খেলা

ক্লে কোর্টে মেদভেদেভের প্রথম সাফল্য


স্পোর্টস ডেস্ক
প্রকাশ :২২ মে ২০২৩, ০৫:৫০ এএম

ক্লে কোর্টে মেদভেদেভের প্রথম সাফল্য

ওয়ার্ল্ড টেনিস র‌্যাঙ্কিংয়ে নোভাক জোকোভিচকে দুইয়ে ঠেলে দিয়েছেন কার্লোস আলকারাজ। এবার দ্বিতীয় স্থান থেকে সার্বিয়ান কিংবদন্তিকে তিনে নামালেন দানিল মেদভেদেভ। চলতি মৌসুমে পঞ্চম শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে ওঠার অপেক্ষায় রাশিয়ার তৃতীয় বাছাই।

রবিবার রাতে ইতালিয়ান ওপেনে শিরোপা জিতেছেন মেদভেদেভ। রোমে হোলগার রুনের বিপক্ষে ফাইনাল জিতেছেন ৭-৫, ৭-৫ গেমে। ক্লে কোর্টে এটাই প্রথম সাফল্য তার। এখন দ্বিতীয় বাছাই হিসেবে ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামবেন মেদভেদেভ। রোলা গারো শুরু হবে ২৮ মে।

শিরোপা জয়ের পর অন-কোর্ট সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, ‘সত্যি বলতে, আমি বিশ্বাস করিনি যে আমি আমার ক্যারিয়ারে ক্লে কোর্টে মার্স্টাস-১০০০ জিততে পারব। সাধারণত আমি এই সারফেসকে খুবই অপছন্দ করতাম। ক্লে কোর্টে কিছুই কাজ করছিল না। তাই আমি এখানে খেলতে ঘৃণা করতাম।’

এমএমএ/