ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার
ইয়ানিক সিনার। ছবি: সংগৃহীত
ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। ফাইনালে ঘরের ছেলেকে সমর্থন দিতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার মার্কিনিরা। তবে সমর্থকদের হতাশ করেছেন টেলর। টেলরকে কাঁদিয়ে ইউএস ওপেন ট্রফি জিতে নতুন ইতিহাস গড়েছে ইতালির ইয়ানিক সিনার।
রবিবার (৮ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর এই ফাইনালে সিনার দাঁড়াতেই দেননি তার প্রতিপক্ষ ফ্রিটজকে। ২৩ বছর বয়সী এই তরুণ তুর্কি শুরু থেকেই ছিলেন বেশ ছন্দে। এরপর তিনি জয়টা তুলে নিয়েছেন সরাসরি সেটে।
প্রথম সেটটা সবচেয়ে সহজে জিতেছেন তিনি। ৬-৩ গেমে তুলে নিয়েছেন জয়টা। এরপরের দুই সেট তিনি জিতেছেন ৬-৪, ৭-৫ গেমে। তাতেই ইতিহাসটা গড়ে ফেলেছেন সিনার। ইউএস ওপেনের ১৪৩ বছরের ইতিহাসে এমন কীর্তি আর কখনোই গড়তে পারেননি কোনো ইতালিয়ান। সে ইতিহাসটা ফাইনালে গড়ে ফেললেন সিনার। প্রথম বারের মতো ইউএস ওপেন এনে দিলেন তার দেশ ইতালিকে।
সঙ্গে আরও একটা ইতিহাস গড়েছেন তিনি। একই পঞ্জিকাবর্ষে নিজের প্রথম দুই গ্র্যান্ড স্ল্যাম জেতার ইতিহাস। ১৯৭৭ সালে এই কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন গিয়ের্মো ভিয়াস। সে রেকর্ডটা ৪৭ বছর পর আবারও গড়লেন তিনি। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন, এবার জিতলেন ইউএস ওপেনও।