
শিল্প-সংস্কৃতি
রস উৎসবের ১১তম আসর বসছে শুক্রবার

বলা হয়, মাঘের শীত বাঘের গায়। আর ইট–পাথরের নগর জীবনে গ্রামে শিকড় পোতা শহুরে মানুষ যদি এই ভরা শীতে পায় খেজুর রসের স্বাদ, তবে তো আর কথাই নেই। আর সেই সঙ্গে যদি মেলে শীতের বাঙালি খাবার-গুড়, মুড়ি, খৈ; তবে তো সোনায় সোহাগা।
এ সব আয়োজন নিয়ে শুক্রবার (২১ জানুয়ারি, ৭ মাঘ) রাজধানীর শহরতলী ডেমরায় বসছে ১১তম রস উৎসব। যেখানে শীতের এত সব মুখরোচক খাবারের সঙ্গে থাকবে লোকসংগীতের পরিবেশনা। রঙ্গে ভরা বঙ্গ এ উৎসবের আয়োজক।
ডেমরার বাউলার বাজারে সুধারাম বাউলার আশ্রম এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে রস উৎসব ১৪২৮।
এমএ/এপি/