ক্যাম্পাস

নোবেল জয়ী অর্থনীতিবিদ জঁ তিরলকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাবি


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ :১৭ নভেম্বর ২০২২, ০৯:১১ এএম

নোবেল জয়ী অর্থনীতিবিদ জঁ তিরলকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে ঢাবি

নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ মার্সেল তিরলকে সম্মানসূচক Doctor of Laws (Honoris Causa) ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। জানা যায়, আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনবক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক তিরল।

উল্লেখ্য, ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিহল ২০০৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান।

প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫২ ব্যক্তিত্বকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। এর আগে ঢাবির ৫২ তম সমাবর্তনে ‘সমাবর্তনবক্তা’ জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতা এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হয়।

এজেড/এএস