
শিক্ষার্থীদের মোবাইল চুরি ঠেকাতে অভিনব পদ্ধতি শাবিপ্রবির
২২ মার্চ ২০২৩, ১২:২৪ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০১:৩৩ এএম

আবাসিক হলের নিচতলায় বসবাসরত শিক্ষার্থীদের মোবাইল ফোন ও অন্য সব জিনিসপত্র জানালা দিয়ে চুরি ঠেকাতে আলাদা গ্রিল সংযুক্ত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেন হলটির প্রভোস্ট মনিরুজ্জামান খান।
এ ব্যাপারে প্রভোস্ট জানান, হলের বি-ব্লকের নিচতলায় ১০১৬ থেকে ১০৩০ নম্বর পর্যন্ত রুমের জানালা দিয়ে কয়েকবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্রদের অসাবধানতায় বহিরাগতরা জানালা দিয়ে হাত ঢুকিয়ে ফোন চুরি করে নেয়ার মতো অভিযোগ পাওয়া গেছে। তাই এমন চুরি ঠেকাতে আলাদা গ্রিল তৈরি করে জানালার কাঁচের পাশে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এখন আর কেউ চাইলেও জানালা দিয়ে ভেতরে হাত দিতে পারবে না। ফলে চুরিও ঘটবে না।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু হলের বি-ব্লকের ১০১৬ নম্বর রুমের গণিত বিভাগের আবাসিক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বহিরাগতরা এসে মাঝরাতে মাঝেমধ্যে জানালা দিয়ে হাত ঢুকিয়ে ফোন চুরি করার চেষ্টা করে। স্যার নেটের মতো গ্রিল লাগিয়ে দিয়েছে। এখন আর চুরি ঘটবে বলে মনে হয় না।
এসআইএইচ