ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টা ২৮ মিনিটে কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন। ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
