ইসলামী ব্যাংক প্রধান কার্যালয় করপোরেট শাখা নতুন ঠিকানায়

২২ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ০৫:৪৬ এএম


ইসলামী ব্যাংক প্রধান কার্যালয় করপোরেট শাখা নতুন ঠিকানায়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় করপোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ৪১, দিলকুশা বাণিজ্যিক এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রদান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বক্তব্য দেন রয়েল ডেনিম লিমিটেডের চেয়ারম্যান এএম সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ।

এ ছাড়াও শাখা প্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মো, সিদ্দিকুর রহমান, মো. জামাল উদ্দিন মজুমদার, এ.এফ.এম কামালুদ্দীন ও মুহাম্মদ শাব্বিরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ছিলেন।

এসএন


বিভাগ : কর্পোরেট