ছিনতাইকারীর কবলে মন্ত্রীর এপিএস

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম


ছিনতাইকারীর কবলে মন্ত্রীর এপিএস

রাজধানীর কারওয়ান বাজারে এলাকায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ ঘটনা ঘটে। বেইলি রোডের মন্ত্রীর বাসা থেকে ফার্মগেটে নিজ বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এপিএসকে বহনকারী গাড়িটি কারওয়ান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এ সময় এপিএস বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এসএন


বিভাগ : অপরাধ