মেজর পরিচয়ে অর্থ আত্মসাৎ: সাহেদসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

২৯ মার্চ ২০২৩, ০৬:১৫ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ১০:৩০ এএম


মেজর পরিচয়ে অর্থ আত্মসাৎ: সাহেদসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সেনাবাহিনীর মেজর পরিচয়ে ও জাল জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ভুয়া নথিপত্রে ঋণের নামে এনআরবি ব্যাংক থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে নিশ্চিত করেছে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

দুদকের আইনজীবী খুরশিদ আলম ও এই তথ্য জানান।

অনুমোদিত চার্জশিটে সাহেদ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন- রিজেন্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল ও কর্পোরেট হেড অফিসের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান।

অন্যদিকে, এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (এসই ব্যাংকিং) ওয়াহিদ বিন আহমেদকে মামলায় আসামি করা হলেও চার্জশিটে তাকে আসামি করা হয়নি।

কেএম/এমএমএ/


বিভাগ : অপরাধ