
সারাদেশ
সিলেটে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার

সিলেটে বিএনপির সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশের জন্য গত দু্ইদিন থেকে সমাবেশস্থল পরিদর্শন ও মঞ্চ প্রস্তুতের কাজ সম্পন্ন করেছে বিএনপি।
বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সমাবেশের মঞ্চ প্রস্তুত সম্পন্ন করা হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বুধবার শহরতলীর টুকেরবাজার মাঠে সমাবেশের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।
সমাবেশে স্থানীয় সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামাদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও মিছিলে মিছিলে সমাবেশে যোগদান করবে বলে আশা প্রকাশ করছে জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল আহাদ খান জামাল জানান, সমাবেশ ইতোমধ্যে শুরু হয়েছে।
স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে এসে পৌছেছেন। আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান নিয়ে তিনি বলেন, চারদিকে পুলিশ রয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
ডিডি/এমএমএ/