খেলা

জেমি সিডন্স ঢাকায়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :০২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৩ এএম

জেমি সিডন্স ঢাকায়

বাংলাদেশের ক্রিকেটের দাযিত্ব নিতে বুধবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আবারও ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ান জেমি সিডন্স।

২০০৭ সালে ডেভ হোয়াটমোর চলে যাওয়ার পর জাতীয় দলের দায়িত্ব জেমি সিডন্সের উপর দায়িত্ব দিয়েছিল বিসিবি। কিন্তু এবার তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে আসেননি। জাতয়ি দলে তার ভূমিকা পরামর্শক হিসেবে। পাশাপাশি তিনি একাডেমিক পর্যায়েও তিনি  কাজ করবেন। নতুন ভুমিকায় সিডন্সের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছিল আগেই। এখন সেটা কার্যকরি হতে চলেছে।

সিডন্স এর আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন  ২০০৭ সালের ২৮ অক্টোবর। তার অধীনে বাংলাদেশ ঘরের মাঠে বিশ্বকাপ  ক্রিকেট খেলেছিল। সেই আসরে বাংলাদেশ খুবই বাজে খেলেছিল। একটি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে বিস্তর সমালোচিত হয়েছিল। এরপরই  তার সঙ্গে সর্ম্পকচ্ছেদ ঘটে বিসিবির। তবে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করকে না পারলেও সার্বিকভাবে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছিল।  

সিডন্সের  নতুন ভুমিকায় অভিষেক হতে  হবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে।

 

এমপি