বিনোদন

বাবা হারালেন তানজিন তিশা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১ পিএম

বাবা হারালেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আবুল কালাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১২ ফেব্রুয়ারি)রাত আনুমানিক ১০টার দিকে মারা যান তিনি।

পরিচালক তুহিন হোসেন ঢাকাপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিশার বাবা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিশা তার মরহুম বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল। তবে ৯ আগস্ট ফেসবুকে এক স্ট্যাটাসে তিশা তার বাবার সুস্থতার খবর জানিয়েছিলেন।

এএম/আরএ/