বিনোদন

বিয়ের পিঁড়িতে বসলেন রণদীপ-লিন!


বিনোদন ডেস্ক
প্রকাশ :২৯ নভেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

বিয়ের পিঁড়িতে বসলেন রণদীপ-লিন!
রণদীপ-লিন। ছবি: সংগৃহীত

রণদীপ হুদা এবং তার প্রেমিকা লিন লাইশরাম বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। তবে গুঞ্জনকে সত্য প্রমাণ করে অবশেষে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। ইম্ফলে বিয়ের আসর বসেছে। বিয়ের ছবির অপেক্ষার মাঝেই লিন তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি নেটমাধ্যমে পোস্ট করেন।

রণদীপ-লিন

 

দুটি ছবিতে দেখা যাচ্ছে রণদীপ এবং লিন তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে৷ এবং আরেকটি ছবিতে দেখা যাচ্ছে সবাই মিলে গ্রান্ড ফিস্টে। ক্যাপশনে লেখেন, 'প্রাক-বিবাহের ঝলক।'

বেশ অনেক দিন ধরেই রণদীপ-লিন ডেট করছেন, সম্প্রতি এই জুটি তাদের বিয়ের তারিখ ঘোষণা করেন। বিয়ের আগে আশীর্বাদ নিতে ইপুধৌ মার্জিং খুবামলেন এবং ইম্ফলের শ্রী শ্রী গোবিন্দজী মন্দিরে যান রণদীপ-লিন।

রণদীপ-লিন

 

রণদীপ এবং লিন শনিবার তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যৌথভাবে একটি নোট শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের বিবাহ প্রসঙ্গে দুজনে লিখেছেন, মহাভারতের যেখানে অর্জুন মণিপুরী যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের আশীর্বাদে সেখানে বিয়ে করছি। আমাদের বিয়ে ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে অনুষ্ঠিত হবে এবং তারপরে মুম্বাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আমরা এই যাত্রা শুরু করার সময়, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা চাই, যার জন্য আমরা চিরকাল ঋণী এবং কৃতজ্ঞ থাকবো।

রণদীপ-লিন

 

রণদীপের হবু স্ত্রী লিন একজন বলিউড অভিনেত্রী। ২০০৭ সালে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন লিন,যেখানে তিনি ওম কাপুরের মানে শাহরুখ খানের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর প্রিয়াঙ্কা চোপড়ার মেরি কম, উমরিকা, রেঙ্গুন, কায়দি ব্যান্ড এবং অ্যাকশন -এর মতো সিনেমায় দেখা গেছে অভিনেত্রী লিন লাইশরামকে।এদিকে, রণদীপকে শেষ দেখা গেছে স্বাধীনতা যোদ্ধা বীর সাভারকার-এর বায়োপিকে। সূত্র: জি২৪ঘণ্টা, এস নিউজ।