বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিষেক!


বিনোদন ডেস্ক
প্রকাশ :১১ আগস্ট ২০২৪, ০৭:৪৯ এএম

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিষেক!
অভিনেতা অভিষেক বচ্চন এবং তার স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের নতুন একটি ভিডিও। এতে অভিষেক তার স্ত্রী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া।

ভাইরাল হওয়া ভিডিওতে জুনিয়র বচ্চনকে দেখা গেছে কালো টি-শার্টে। মুখে তার কাঁচা-পাকা ফ্রেঞ্চকাট দাড়ি। ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা গেছে, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বরিয়া বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষপর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার…।’

 

 
 
 
View this post on Instagram

A post shared by aishwaryafan (aishwaryaraireall)

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। এখন প্রশ্ন সত্যিই কি অভিষেক এই কথাগুলি বলেছেন? নেটিজেন ও অনুরাগীদের অনেকেরই অনুমান ভিডিওটি ‘ডিপফেক ভিডিও’।

মনে করা হচ্ছে ‘এআই’-এর মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেই অনুমান করছেন অনুরাগীরা। ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পক্ষে-বিপক্ষে চলছে তর্ক। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিষেক-ঐশ্বরিয়া। এমনকি তাদের পরিবারের কোনো সদস্যও বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেননি।

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য। সূত্র: টাইমস অব ইন্ডিয়া