পুত্রসন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি

নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে আজ (২০ মে) তার স্ত্রীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। নতুন অতিথির আগমনের খবরটি অমি নিজেই নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফেসবুক পোস্টে পুত্রসন্তানকে কোলে নিয়ে একটি ছবি যুক্ত করে খুশির এই খবর জানিয়ে অমি বলেন, “আলহামদুলিল্লাহ, পুত্রসন্তানের বাবা হয়েছি। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
এর আগে প্রথমবার বাবা হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে অমি বলেছিলেন, “এটা একেবারেই নতুন অনুভূতি। এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তবে একটা অন্যরকম মায়া তৈরি হচ্ছে মনে হচ্ছে।”
গত ২২ এপ্রিল ছিল অমি ও তার স্ত্রীর বিবাহবার্ষিকী। সেদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি জানান দিয়েছিলেন, তাদের ঘরে নতুন সদস্য আসছে। সেই সময় তিনি বলেছিলেন, “সন্তান ছেলে হবে নাকি মেয়ে—জানতেও চাইনি। আমি শুধু চাই, সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। আমার স্ত্রীও যেন সুস্থ থাকে।”
সম্প্রতি কাজল আরেফিন অমি তার নতুন ওয়েবফিল্ম ‘হাউ সুইট’ মুক্তি দিয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। এছাড়া তার সবচেয়ে জনপ্রিয় প্রজেক্ট ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন নিয়েও চলছে দর্শকের আগ্রহ ও আলোচনার ঝড়।
