২৫ বিয়ে করে গয়না-টাকা লুট, অবশেষে পুলিশের জালে অনুরাধা

অনুরাধা পাসওয়ান। ছবি: সংগৃহীত
এক নয়, দুই নয়—পুরো ২৫ জন বরকে ফাঁসিয়ে প্রতারণার মাধ্যমে গয়না ও নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের রাজস্থানে কুখ্যাত ‘লুটেরি দুলহান’ অনুরাধা পাসওয়ান। একের পর এক ছদ্ম পরিচয়ে বিয়ে করে পালিয়ে যাওয়া এই নারীর বিরুদ্ধে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২০ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজস্থানের সওয়াই মাধোপুর জেলা পুলিশের ফাঁদে পড়ে অনুরাধার প্রতারণার রাজত্বে ইতি ঘটে।
অনুরাধা প্রতিটি বিয়ের আগে নিজেকে দরিদ্র, অসহায় ও পরিবারহীন হিসেবে উপস্থাপন করতেন। সহানুভূতি আদায় করে গড়ে তুলতেন সম্পর্ক, তারপর বিশ্বাস অর্জনের সুযোগে শ্বশুরবাড়ির সদস্যদের খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সবাইকে অচেতন করে লুটে নিতেন গয়না, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।
অনুরাধা একা ছিলেন না—তার পেছনে ছিল গোটা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। জানা যায়, চক্রটির সদস্যরা সম্ভাব্য বরদের কাছে অনুরাধার ছবি ও পরিচয় নিয়ে যেতেন। বিয়ের জন্য ২ লাখ রুপির বিনিময়ে হতো চুক্তি, এমনকি তৈরি হতো 'বিবাহ সম্মতিপত্র'ও। তারপরেই মন্দির বা বাড়িতে রীতি অনুসারে হতো নাটকীয় ‘বিয়ে’। কয়েকদিন পরই নতুন পরিবারকে না জানিয়ে গায়েব হয়ে যেতেন এই ‘বউ’।
চলতি বছরের ২০ এপ্রিল মধ্যপ্রদেশের বিষ্ণু শর্মা নামের এক ব্যক্তি অনুরাধাকে বিয়ে করেন। বিয়ের জন্য ঋণ নিতে হয় তাকে। দালাল পাপ্পু মীনার মাধ্যমে অনুরাধার সঙ্গে বিয়ের জন্য তাকে দিতে হয় ২ লাখ রুপি। বিয়ের ঠিক দুই সপ্তাহের মাথায় বিষ্ণুর বাসা থেকে উধাও হয়ে যান অনুরাধা—সঙ্গে নিয়ে যান প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার গয়না, ৩০ হাজার নগদ টাকা এবং একটি মূল্যবান মোবাইল ফোন।
বিষ্ণুর অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল অনুরাধার বিরুদ্ধে ফাঁদ পাতে। এক কনস্টেবলকে সম্ভাব্য বর হিসেবে সাজিয়ে আবারও অনুরাধার সঙ্গে যোগাযোগ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, এবার আর পালাতে পারেননি ‘লুটেরি দুলহান’।
সওয়াই মাধোপুর পুলিশের ভাষ্য অনুযায়ী, অনুরাধা প্রতিটি বিয়েতে অত্যন্ত চতুরতার সঙ্গে নিজেকে ‘আদর্শ কনে’ হিসেবে উপস্থাপন করতেন। তার প্রতারণার কৌশল এতটাই নিখুঁত ছিল যে, প্রথম কয়েকদিনের মধ্যে পরিবারের সবার মন জয় করতেন। এরপরেই চালাতেন মূল অভিযান—চুপিচুপি গায়েব হয়ে যেতেন গয়না, টাকা ও বিশ্বাস নিয়ে।
এই পর্যন্ত ২৫ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। পুলিশ বলছে, আরও অনেক প্রতারণার শিকার ব্যক্তি সামনে আসতে পারেন।
