পুলিশের চাকরি ছাড়লেন ৪১তম বিসিএসের ৫ এএসপি

ছবি: সংগৃহীত
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদনকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া পাঁচ এএসপি হলেন—রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র।
সূত্র জানিয়েছে, চাকরি ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত পছন্দ ও বিকল্প চাকরির সুযোগকে সামনে রেখেছেন তারা। জানা গেছে, পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়ে তারা চলতি বছরের ১৪ জানুয়ারি আবেদন করেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ সরকারের অন্য বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।
তবে সরকারিভাবে তাদের চাকরি ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে বিসিএস ক্যাডার ও প্রশাসনে নানা আলোচনা চলছে। কয়েক বছর ধরে কিছু তরুণ কর্মকর্তা পুলিশের মতো গুরুত্বপূর্ণ বিভাগে যোগ দিলেও ব্যক্তিগত পছন্দ, কর্মপরিবেশ কিংবা বিকল্প ক্যারিয়ারের কারণে চাকরি ছাড়ার প্রবণতা বাড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
