মঙ্গলবার, ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

কাশিমপুর মহিলা কারাগার ছাড়লেন নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

দুইদিন কারাবাসের পর অবশেষে জামিনে মুক্ত হলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাশিমপুর মহিলা কারাগার থেকে বাড়ির উদ্দেশে রওনা করেছেন অভিনেত্রী। বেলা ৩:২৮ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে বের হতে দেখা যায় অভিনেত্রী ফারিয়াকে।

রোববার (১৮ মে) ফারিয়াকে গ্রেফতারের পর ২:৩০ মিনিটে এ কারাগারেই ছিলেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমে কোনো কথা বলতে চাননি অভিনেত্রী। এ সময় তাকে বিমর্ষ ও বিধ্বস্ত দেখাচ্ছিল। অভিমানে হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন অভিনেত্রী।

গত ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরাত ফারিয়াকে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৯ মে অভিনেত্রীকে আদালতে তোলা হয়। এ সময় ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ ভিত্তিতে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়।

তবে আজ মঙ্গলবার (২০ মে) স্পেশ্যাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি শুরু করেন ফারিয়ার পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান। তার উত্থাপিত যুক্তিতে আদালত সন্তুষ্টি প্রকাশ করলে ৫ হাজার বন্ডে অভিনেত্রীর জামিন হয়।

Header Ad
Header Ad

অবশেষে গেজেটেড হলেন ৪৩তম বিসিএসের ১৬২ জন প্রার্থী

ছবি: সংগৃহীত

দীর্ঘ আন্দোলন, অনশন ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গেজেটভুক্ত হলেন ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থী। মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক গেজেটে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

এর আগে গেজেটভুক্ত করার দাবিতে গত জানুয়ারি মাস থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করে আসছিলেন বাদ পড়া প্রার্থীরা। সর্বশেষ ২৯ এপ্রিল থেকে কয়েকজন প্রার্থী গেজেটভুক্তি এবং ভেরিফিকেশন নীতিমালার দাবিতে আমরণ অনশন শুরু করেন, যা ব্যাপক আলোচনা তৈরি করে।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে। এরপর স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচিত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর ফলে বাদ পড়া ২২৭ জনের মধ্যে অনেকে চাকরিতে যোগ দিতে পারেননি। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১৬২ জনের নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ করা হলো। আন্দোলনরত প্রার্থীরা এই গেজেট প্রকাশকে তাদের ‘বিচারের বিজয়’ হিসেবে দেখছেন। তবে এখনও বাকি থাকা প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

Header Ad
Header Ad

পুলিশের চাকরি ছাড়লেন ৪১তম বিসিএসের ৫ এএসপি

ছবি: সংগৃহীত

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদনকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া পাঁচ এএসপি হলেন—রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র।

সূত্র জানিয়েছে, চাকরি ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত পছন্দ ও বিকল্প চাকরির সুযোগকে সামনে রেখেছেন তারা। জানা গেছে, পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়ে তারা চলতি বছরের ১৪ জানুয়ারি আবেদন করেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ সরকারের অন্য বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।

তবে সরকারিভাবে তাদের চাকরি ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে বিসিএস ক্যাডার ও প্রশাসনে নানা আলোচনা চলছে। কয়েক বছর ধরে কিছু তরুণ কর্মকর্তা পুলিশের মতো গুরুত্বপূর্ণ বিভাগে যোগ দিলেও ব্যক্তিগত পছন্দ, কর্মপরিবেশ কিংবা বিকল্প ক্যারিয়ারের কারণে চাকরি ছাড়ার প্রবণতা বাড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখন কলেজ ছাত্রদলের সভাপতি, ক্ষোভে ফুঁসছেন নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে এক সময়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. সাব্বির হোসেনকে নিয়োগ দেওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

জানা গেছে, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সম্প্রতি শাহজাদপুর সরকারি কলেজ শাখার ৮ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে, যার সভাপতি করা হয় সাব্বির হোসেনকে। তিনি আগে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সদস্য ছিলেন। সাব্বিরের ছাত্রলীগ সংশ্লিষ্টতার একাধিক ছবি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

এ নিয়ে ক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানান। তাদের বক্তব্য—অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী উপেক্ষিত হয়ে একজন ছাত্রলীগ নেতাকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা সংগঠনের আদর্শ ও ভাবমূর্তির পরিপন্থী।

ছাত্রদলের নেতারা আরও জানান, সাব্বিরকে আগে কখনও ছাত্রদলের সঙ্গে দেখা যায়নি। তাকে দলে যোগ দেওয়ার কোনো প্রক্রিয়া না মেনেই সভাপতি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তারা।

এদিকে, সাব্বির হোসেন দাবি করেন, “তখন আমি এক বড় ভাইয়ের সঙ্গে ছিলাম, তার কারণেই কিছু ছবি উঠেছিল। আসলে আমি কোনো পদে ছিলাম না। এখন ছাত্রদলের সাথেই আছি।” আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তোলা ছবিগুলোকে ‘পুরনো ঘটনা’ বলে ব্যাখ্যা দেন তিনি।

শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন হোসেন জুয়েল বলেন, “সাব্বির একসময় ছাত্রলীগের সঙ্গে ওঠাবসা করত, তবে কোনো পদে ছিল না। দলের জন্য সে বিগত আন্দোলনে সক্রিয় ছিল।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হীরু বলেন, “সে ২০২০ সালে ছাত্রলীগের কমিটিতে থাকলেও পরবর্তীতে দলে এসেছে। আমরা যাচাই-বাছাই করেই তাকে পদ দিয়েছি।”

এ ঘটনায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির অভ্যন্তরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতিমালা রক্ষায় ছাত্রদল কেন্দ্রীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, এখন তা দেখার অপেক্ষা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অবশেষে গেজেটেড হলেন ৪৩তম বিসিএসের ১৬২ জন প্রার্থী
পুলিশের চাকরি ছাড়লেন ৪১তম বিসিএসের ৫ এএসপি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখন কলেজ ছাত্রদলের সভাপতি, ক্ষোভে ফুঁসছেন নেতাকর্মীরা
অভিযোগকারী নারী নোবেলের স্ত্রী, চার মাসের গর্ভবতী: দাবি আইনজীবীর
হান্নান মাসউদের জিম্মায় মুচলেকায় ছাড়া পেলেন তিন সমন্বয়ক
চলন্ত ট্রেনের দরজা দিয়ে ধাক্কা, মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন মতিউর (ভিডিও)
সান্তাহার ডিজিটাল পোস্ট অফিসে স্বল্পমেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান
হাঁস পালনে হাসি ফুটেছে চুয়াডাঙ্গার গ্রামীণ গৃহবধূদের
পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
কুবি ভর্তি পরিক্ষার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ আগামীকাল
উপদেষ্টাদের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করল সরকার
কাশিমপুর মহিলা কারাগার ছাড়লেন নুসরাত ফারিয়া
ইশরাককে দায়িত্ব না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি সমর্থকদের
পুত্রসন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি
২৫ বিয়ে করে গয়না-টাকা লুট, অবশেষে পুলিশের জালে অনুরাধা
শৃঙ্খলাভঙ্গ করলে সরকারি চাকরিজীবীদের দ্রুত বরখাস্তের বিধান আনছে সরকার
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না: বিক্রম মিশ্রি
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, নেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা
সর্বকালের সেরা ফুটবলার মেসি, শীর্ষ তিনেও নেই রোনালদো