সর্বকালের সেরা ফুটবলার মেসি, শীর্ষ তিনেও নেই রোনালদো

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থা আইএফএফএইচএস (আইএফএফএইচএস) সম্প্রতি প্রকাশ করেছে সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকা, যেখানে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে চমক হলো, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পেয়েছেন সেরা তিনেও নয়—র্যাংকিংয়ে তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
আইএফএফএইচএস-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি এবং তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। আর তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন ফুটবল ইতিহাসের আরেক বড় নাম, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা।
সেরা দশের তালিকা:
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২. পেলে (ব্রাজিল)
৩. ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
৪. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
৫. ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
৬. রোনালদো নাজারিও (ব্রাজিল)
৭. জিনেদিন জিদান (ফ্রান্স)
৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
৯. আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন)
১০. রোনালদিনহো (ব্রাজিল)
আইএফএফএইচএস জানিয়েছে, তারা এই র্যাংকিং তৈরি করেছে একটি হাইব্রিড পদ্ধতিতে—বিশ্বজুড়ে নিবন্ধিত ১০০ জন বিশেষজ্ঞের ভোট (২৫%) এবং অনলাইন ভোট (৭৫%) এর সমন্বয়ে। এতে অংশ নিয়েছেন সাধারণ ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক ও সাংবাদিকরাও।
উল্লেখ্য, আইএফএফএইচএস ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য সংস্থা, যারা বিশ্ব ফুটবলের পরিসংখ্যান ও ইতিহাস সংরক্ষণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
