কুবি ভর্তি পরিক্ষার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ আগামীকাল

ছবি : ঢাকাপ্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার দ্বিতীয় ধাপের মেধাতালিকা প্রকাশিত হবে আগামীকাল সকালে অর্থাৎ ২১ মে এবং ভর্তি প্রক্রিয়া কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত।
মঙ্গলবার (২০ মে) বিকেলে ভর্তি কমিটি সংক্রান্ত মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, 'ভর্তি পরিক্ষার দ্বিতীয় মেধাতালিকা আগামীকাল সকালে প্রকাশিত হবে। পরিক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া তাদের ভর্তি কার্যক্রম চলবে ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত।'

এর আগে প্রথম ধাপের ভর্তির প্রক্রিয়া শেষে দেখা গেছে, তিনটি ইউনিটে মোট ৩৯১টি আসন ফাঁকা রয়েছে। অর্থাৎ প্রথম ধাপে ৬৩৯ শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন। 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন ১৯৯ শিক্ষার্থী। 'বি' ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ২৯৭ শিক্ষার্থী। এছাড়া 'সি' ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৪৩ শিক্ষার্থী।
