ঢাকাসহ সারাদেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত, নেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ছবি: সংগৃহীত
দেশের আকাশ এখন মেঘে ঢাকা, আর সেই সঙ্গে দেশের সব বিভাগেই চলছে বৃষ্টিপাত—কোথাও টিপটিপ, কোথাও বা ভারী। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের ধারা আগামী কিছুদিন চলতেই থাকবে।
মঙ্গলবার (২০ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, রংপুরসহ দেশের কিছু এলাকায় আগামীকাল বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই।
তিনি আরও বলেন, এই বৃষ্টিপাত মৌসুমের স্বাভাবিক আবহাওয়ারই অংশ। বৈশাখ মাসে সাধারণত এমন মেঘলা ও বৃষ্টিপূর্ণ পরিবেশ তৈরি হয়। এটি কালবৈশাখী মৌসুমের বৈশিষ্ট্য।
তবে ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনো আশঙ্কা এখনো নেই বলেও জানান আবহাওয়াবিদ শাহীনুল। তিনি বলেন, “বর্তমানে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে যদি ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনো পূর্বাভাস থাকে, সেটি তখন জানানো হবে।”
আজ (মঙ্গলবার) সকাল ৯টায় প্রকাশিত আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে—১১৮ মিলিমিটার। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এই বৈচিত্র্যে কিছুটা স্বস্তি এসেছে প্রচণ্ড গরমে কষ্ট পাওয়া জনজীবনে। তবে ভারী বর্ষণে কিছু অঞ্চলে জলাবদ্ধতার শঙ্কাও দেখা দিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
