বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’

ছবি: সংগৃহীত
বকেয়া বেতনের দাবিতে ফের রাজপথে নেমেছেন পোশাক শ্রমিকরা। দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেন আপারেলস ও টিএনজেড গ্রুপের অসংখ্য শ্রমিক ও কর্মচারী। তাদের লক্ষ্য, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন।
এর আগে সকাল ৯টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মসূচির প্রস্তুতি নেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে তাদের পাওনা ১৭ কোটি টাকার মধ্যে মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অথচ শ্রম সচিব প্রতিশ্রুতি দিয়েছিলেন ৩ কোটি টাকা পরিশোধের। এই প্রতিশ্রুতিও ঠিকভাবে রক্ষা করা হয়নি।
তারা জানান, এর আগেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছিলেন, কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবেই তারা রাস্তায় নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।
আন্দোলনরত শ্রমিকদের একজন বলেন, “আমরা কষ্ট করে কাজ করি, ঘাম ঝরাই—কিন্তু আমাদের পাওনা টাকা বুঝে পাই না। শুধু আশ্বাস নয়, এবার বাস্তব পদক্ষেপ চাই।”
পোশাক খাত দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস হলেও প্রায়ই বেতন-বোনাস, বকেয়া পরিশোধ এবং শ্রমিক অধিকার নিয়ে অভিযোগ ওঠে। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ চায় শ্রমিক সমাজ।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
