সারাদেশ

স্কুলছাত্র সূর্যের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন


প্রতিনিধি, বরগুনা
প্রকাশ :১৩ মার্চ ২০২২, ০৪:৫৮ এএম

স্কুলছাত্র সূর্যের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

বরগুনায় পিকনিকে গিয়ে স্কুলছাত্র সূর্যের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসকে আহ্বায়ক করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহদাত হোসেন এবং বরগুনা পুলিশ সুপারের প্রতিনিধির সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করেছেন বরগুনা জেলা প্রশাসন।

রবিবার (১৩ মার্চ) সকালে জেলা আইন লশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এই সিদ্ধান্ত প্রদান করেন।

গত বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বরগুনা পৌর শহরের কলেজ সড়কের সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পাথরঘাটা উপজেলার হরিনঘাটা ইকোপার্কে বার্ষিক বনভোজনে যান। দুপুর থেকে শিক্ষার্থী সূর্য ঘোষকে আর খুঁজে পাওয়া যায় না। পরে শুক্রবার সকালে লালদিয়ার চর এলাকায় সাগর মোহনা থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত সূর্য ঘোষ বরগুনা পৌর শহরের ডিকেপি সড়কের পিযুষ ঘোষের ছেলে। সূর্য ঘোষ সৃষ্টি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

কেএফ/