বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

ছবি: সংগৃহীত

নতুন ইতিহাস রচনা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় অভিষেক হলো তার।

নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে শাহরুখ হাঁটলেন গায়ে কালো স্যুট, পড়নে কোমরবন্ধ, কালো সিল্কের শার্ট এবং টেলকোট। হাতে ছড়ি। সেই সঙ্গে দুই হাতের আঙুল ভর্তি গয়না। বুকের কাছে ঝুলছে হার এবং পেনডেন্ট। তবে নজর কাড়ল বুকের K লেখা পেনডেন্ট ।

এই পোশাকের ডিজাইন তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। আর সেই পোশাক পরেই নিউইয়র্কে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে রং ছড়ালেন ‘জওয়ান’। সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগালেন শাহরুখ খান।

ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। আর এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করলেন বাদশা।

এবার ওই ফ্যাশান ইভেন্টে শাহরুখ থাকবেন বলে জানার পরে উত্তেজনা ছিল তুঙ্গে। মেট গালার শোতে অংশ নেওয়ার জন্য রোববারই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। মেট গালার রেড কার্পেটে তার হাতে ছিল বাঘের মুখ আঁকা ড্যান্ডি কেন। যেটা সোনা দিয়ে মোড়া বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সব্যসাচী। তার তৈরি কালো পোশাককে শাহরুখ বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন শাহরুখ বলেও জানান তিনি। তার গলায় কে লেখা যে পেনডেন্ট ঝুলছিল তা রাজার প্রতীক বলেও জানা গেছে।

 

Header Ad
Header Ad

বেনাপোল কাস্টমসে কলমবিরতি শুরু, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম

ছবি : ঢাকাপ্রকাশ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি পৃথক সংস্থায় বিভক্ত করার অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কলমবিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কলমবিরতি পালন করা হয়। এর ফলে বাংলাদেশ-ভারত বাণিজ্যের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার (১৩ মে) ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে এক অবস্থান কর্মসূচি থেকে তিনদিনের কলমবিরতির ঘোষণা দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুটি পৃথক প্রতিষ্ঠান—আয়কর ও শুল্ক—গঠনের সরকারি উদ্যোগের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন। তাদের দাবি, এই পদক্ষেপ রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করবে এবং সরকারি সেবার মান ক্ষতিগ্রস্ত হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতিতে যাওয়ায় পুরো বন্দর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে।”

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, “আমরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। প্রয়োজনে ১৭ মে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

এই কর্মসূচির ফলে বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৫০০-৭০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয় বেনাপোল বন্দর দিয়ে, যা আজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আমদানি-রপ্তানিকারক, পরিবহন সংস্থা এবং ব্যবসায়ীরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

উল্লেখ্য, এনবিআর ভেঙে আলাদা দুই সংস্থা গঠনের উদ্যোগের বিরুদ্ধে সরকারি রাজস্ব বিভাগের বিভিন্ন স্তরে প্রতিবাদ ক্রমেই জোরালো হচ্ছে।

Header Ad
Header Ad

ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। বুধবার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় শত শত মানুষ।

সকালে নগর ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের সিঁড়ির সামনে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে এখনও মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া নগরবাসী ও রাজনৈতিক কর্মীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব না দিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।

পরবর্তী সময়ে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

তবে গেজেট প্রকাশের পরও তাকে মেয়রের দায়িত্ব না দেওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং আপিল নিষ্পত্তির জন্য সর্বোচ্চ ১২০ দিন সময় নির্ধারিত।

বিক্ষোভকারীরা বলছেন, আইনি প্রক্রিয়ার কোনো বাঁধা না থাকায় ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়াই সরকারের উচিত। অন্যথায় তারা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

Header Ad
Header Ad

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

ছবি: সংগৃহীত

প্রধান সড়কে ওঠার দায়ে তিনজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকের যান ভেঙে ফেলেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, ক্ষতিগ্রস্ত চালকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে প্রশাসক লেখেন- “আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্যও উদ্যোগ নিচ্ছি।”

 

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ থাকলেও অনেক চালক জীবিকার তাগিদে নিয়ম ভেঙে মেইন রোডে উঠে পড়েন। এ নিয়ে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে নগর কর্তৃপক্ষ। তবে এবারের ঘটনায় অটোরিকশা ভেঙে ফেলার বিষয়টি নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় নেটিজেনরা বলছেন, দুঃস্থ অটোরিকশাচালকদের জীবিকা কেড়ে না নিয়ে সচেতনতামূলক প্রচার ও বিকল্প আয়ের পথ দেখানোই ছিল উচিত। বিষয়টি আমলে নিয়ে প্রশাসকের এ সিদ্ধান্ত জনমানুষের প্রতি একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বেনাপোল কাস্টমসে কলমবিরতি শুরু, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও
ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা
দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২
গ্যাস কূপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ: চলছে প্রস্তুতি, বাড়ছে সম্ভাবনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
আবারও বাড়ল স্বর্ণের দাম
নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন
কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর, জেনেন নিন খুঁটিনাটি
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ