বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ব্রহ্মপুত্রের চরে আশার আলো ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’

ব্রহ্মপুত্র নদের বুকে দুর্গম চর এলাকা ভগবতীপুর। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের এই দুর্গম চরাঞ্চলে প্রায় ৫০০ পরিবার বসবাস করছে। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা রয়েছে কিন্তু ছিল না কোনো উচ্চ বিদ্যালয়। তাই প্রাথমিক পাসের পর এই চরের শিক্ষার্থীদের আর পড়াশুনা হতো না। জেলা প্রশাসনেসর উদ্যোগে এই চরে প্রতিষ্ঠা করা হয়েছে ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’। চলতি বছর জানুয়ারি মাস থেকে বিদ্যালয়ের পাঠদান কার্য্যক্রম চালু করা হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে ১৩০ জন শিক্ষার্থী। চারজন শিক্ষক পাঠদান করছেন। চরের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আশার আলো জাগিয়েছে বিদ্যালয়টি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বুকে প্রায় ৪০০ চর রয়েছে। প্রত্যেক চরে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এতগুলো চরের মধ্যে মাত্র ৬টি চরে ৬টি উচ্চ বিদ্যালয় রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তম উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলো চর ভগবতীপুরে। অধিকাংশ চরে উচ্চ বিদ্যালয় না থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি।

চর পার্বতীপুর এলাকার কৃষক আজগর আলী (৫০) বলেন, তার দুই ছেলে ও দুই মেয়ে। পঞ্চম শ্রেণি পাস করার কিছুদিন পর মেয়ে দুটির বিয়ে দিয়েছেন। এক ছেলে তার সঙ্গে ক্ষেতে কাজ করছে। ছোট ছেলে গেল বছর প্রাথমিক পাস করেছে। চরে নতুন ভাবে গড়ে ওঠা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করেছেন। চরে উচ্চ বিদ্যালয়টি গড়ে না উঠলে হয়তো ছোট ছেলের পড়াশুনারও ইতি ঘটত। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ছোট ছেলেকে কলেজ পর্যন্ত পড়াশুনা করাব। আগে যদি আমাদের চরে উচ্চ বিদ্যালয় গড়ে উঠত তাহলে আমার বাকি তিন ছেলে-মেয়ে কলেজে পড়াশুনা করার সুযোগ পেত।

এই চরের কৃষক নয়া মিয়া (৫৭) বলেন, চর থেকে মূল ভূ-খণ্ডে গিয়ে পড়াশুনা করা তাদের ছেলে-মেয়েদের জন্য কষ্টকর। এ ছাড়া এটা ব্যয় বহুলও। তাই তাদের ছেলে-মেয়েরা প্রাথমিক পর্যন্ত পড়াশুনা করে আর পড়াশুনা করত না। আমাদের চরে নতুন একটি উচ্চ বিদ্যালয় হয়েছে। এটা আমাদের মাঝে আশার আলো জাগিয়েছে। এখন আমাদের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। এই বিদ্যালয় আমাদের জন্য আশির্বাদ।

 

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কোহিনুর আক্তার ও সুমি খাতুন বলে, চরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা না হলে তার পড়াশুনা বন্ধ হয়ে যেত। আমি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখন আমি উচ্চ শিক্ষা লাভের স্বপ্ন দেখছি। আমার বাবা-মাও আমাকে উচ্চ শিক্ষিত করতে আগ্রহী। চরে উচ্চ শিক্ষা লাভের সুযোগ না থাকায় আমার দুইজন বড় বোনের বাল্য বিয়ে হয়েছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী রোজিনা আক্তার জানায়, মূল ভূ-খণ্ডে যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল কিন্তু যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় সে সপ্তাহে একদিন বিদ্যালয়ে যেত। তাদের চরে বিদ্যালয় গড়ে উঠায় এখানে ভর্তি হয়েছে সে। এখন সে নিয়মিত বিদ্যালয়ে আসে। এখন সে শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছে।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির আজীবন সদস্য ইউসুফ আলমগীর বলেন, চর ভগবতীপুর ছাড়া চর পার্বতী, পোড়ার চর, মাঝের চরসহ বিভিন্ন চরের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীই বেশি। চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়টি চরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে ভূমিকা রাখবে। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত করতে আমরা নজর রাখছি এবং নজরদারি অব্যাহত থাকবে। প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। বর্তমানে বিদ্যালয়টিতে চারটি শ্রেণিকক্ষ রয়েছে। ধীরে ধীরে অবকাঠামো উন্নয়ন করা হবে বলে জানান তিনি।

স্কুলের শিক্ষক ফারুক আহমেদ জানান, তারা স্বেচ্ছাশ্রমে পাঠদান করছেন। চরাঞ্চলে শিক্ষার আলো জ্বালাতে তারা নিবেদিত রয়েছেন। বর্তমানে শিক্ষার্থীদের জায়গা সংকুলান করতে হিমশিম খেতে হচ্ছে। অবকাঠামো আর বাড়ানো দরকার। তিনি বলেন, আমরা চরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। পাঠদানের অনুমতির জন্য কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। পাঠদানের অনুমতি পেলে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। বিদ্যালয়টি যাতে দ্রুত এমপিওভুক্ত করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব।

চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেদুল হাসান জানান, সরকারি আর্থিক সহায়তায় বিদ্যালয়টির জন্য ৪টি রুমে চর উপযোগী একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি এবং বিদ্যালয় পরিচালনার জন্য একটি আর্থিক তহবিল গঠন করা হয়েছে। এমপি, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, কুড়িগ্রাম পৌরসভার মেয়রসহ স্থানীয় অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সমাজের সবার পৃষ্ঠপোষকতা পেলে স্কুলটি আরও বিকশিত হবে। বিদ্যালয়টি চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

এসএন

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তিন দিনের সফরে আগামী ২১ এপ্রিল ঢাকায় আসার কথা রয়েছে তাদের।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে থাকবে বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।

এ সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২১ এপ্রিল ঢাকায় আসবেন ব্রেন্ডান লিঞ্চ। বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবে। তাই সেভাবেই ঢাকাও প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) নিয়ে বৈঠক করবে বলেও জানা গেছে। তবে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস থাকবেন কিনা তা পরিষ্কার নয়।

দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হুঁশিয়ারি সংকেত

ছবি: সংগৃহীত

দেশের দুই জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এসব এলাকার নদীবন্দরসমূহে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে এক বিজ্ঞপ্তিতে নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

এতে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

এসব কাজ আর করব না- ‘রূপান্তর’ নাটক প্রসঙ্গে জোভান

ফারহান আহমেদ জোভান। ছবি: সংগৃহীত

প্রতিবছরের মত এই ঈদেও একাধিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এই ঈদে তিনি আলোচনার থেকে বেশি সমালোচনার শিকার হচ্ছেন একটি নাটকের জন্য। নাটকের নাম ‘রূপান্তর’।

রাফাত মজুমদার রিংকু ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছেন। এরই মধ্যে ‘রূপান্তর’ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জের ধরে ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে সরিয়ে নেয়া হয়েছে ‘রূপান্তর’ নাটকটি। সমালোচনার মুখে রূপান্তর নাটকটি নিয়ে কথা বলেছেন জোভান। সেই সঙ্গে তাকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই।

এর ফলে জোভান সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না।

ফারহান আহমেদ জোভান। ছবি: সংগৃহীত

 

এ প্রসঙ্গে জোভান গণমাধ্যমকে বলেছেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।

বয়কটের ডাক দ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন নায়কের ভাষ্য, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।

তবে নেটিজনেদের এমন সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। বললেন, যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাব।

এই ইস্যুতে নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন বিষয়বস্তু অবহিত না করে আদর্শ ও নীতিমালার পরিপন্থীভাবে নাটকটিতে তাদের বিজ্ঞাপনী প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে আইনি নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে। একইসঙ্গে বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নীহার আহমেদের চিত্রনাট্যে নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে। যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা-মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন শিশু আশ্রমে। বড় হয়ে হয়েছেন চিত্রকর। পেয়েছেন খ্যাতিও। এর মধ্যে একজন ধনীর দুলালী তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় চিত্রকরকে। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তিনি আসলে একটি হরমোন জনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী।

ইউটিউবে মুক্ত হওয়া এই নাটকটি নিয়ে ১৬ এপ্রিল সকাল থেকে অন্তর্জালে চলছে তুলকালাম। দিনজুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখ প্রতিক্রিয়া মিলছে নাটকটির বিরুদ্ধে। বয়কটের ডাক এসেছে এর অভিনেতা জোভান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধেও। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মনগড়া কথা বলছেন। অন্য একটি পক্ষ দাবি করছে, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর এই নাটক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলতে থাকে।

সর্বশেষ সংবাদ

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হুঁশিয়ারি সংকেত
এসব কাজ আর করব না- ‘রূপান্তর’ নাটক প্রসঙ্গে জোভান
ইরানের হামলার জন্য নেতানিয়াহুই দায়ী: এরদোগান
৪০ বছর ধরে হজযাত্রীদের বিনামূল্যে খাওয়ানো সেই বৃদ্ধ মারা গেছেন
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী
উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপের তফসিল ঘোষণা
গুলশানে বারের সামনে চুলোচুলি, সেই ৩ নারী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জে অটোরিকশা চালক হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আলোকে প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনের নামে দেশে আরেকবার ধাপ্পাবাজি: আমীর খসরু
সংসদ এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপিপুত্র
গরমে বেঁকে যেতে পারে লাইন, গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ
আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই: জালাল ইউনুস
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে সন্তান রেখেই পালালেন স্ত্রী
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগের আবেদন শুরু
ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১২
ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০