
সারাদেশ
টাঙ্গাইলে স্বেচ্ছায় কবরস্থানের আগাছা পরিষ্কার করল একদল যুবক

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বেচ্ছাশ্রমে কবরস্থানের আগাছা-জঙ্গল পরিষ্কার করেছে স্থানীয় 'যমুনা পাড়ের জনগণ' নামে সেচ্ছাসেবী ও সামাজিক সেবামূলক সংগঠনের একদল যুবক। এ ছাড়া রাস্তার দু'পাশে জন্মে থাকা আগাছাও পরিষ্কার করেন তারা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপি উপজেলার গাবসারা যমুনা নদীর চরাঞ্চলের গোপিনাথপুর গ্রামের কবরস্থান ও রাস্তা-ঘাটের আগাছা ও জঙ্গল পরিষ্কার করা হয়।
এসময় সংগঠনের সম্পাদক আল আমিন সানিসহ সংগঠনের সিয়াম, নজরুল, তাওহীদ, লিমন, নাহিদ, মনি, স্বাধীন, নাজমুল ও ইয়াদ আলী অংশ নেন।
সংগঠনের সম্পাদক সানি বলেন, 'দীর্ঘদিন ধরে ওই কবরস্থানটিতে আগাছা জন্মে ছিল। পরে সংগঠনের সদস্য নিয়ে কবরস্থান ও রাস্তাঘাটের দু'পাশের আগাছা পরিষ্কার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।'
টিটি/
সারাদেশ নিয়ে আরও পড়ুন