মঙ্গলবার, ১৪ মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

রমজানেও ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে বাধা

ছবি: সংগৃহীত

পবিত্র আল-আকসায় তারাবিহ পড়তে ফিলিস্তিনিদের বাঁধা দিলো ইসরায়েল প্রশাসন। রমজান উপলক্ষ্যে নামাজ আদায়ে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় নিরাপত্তা কর্মীরা।

সোমবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

জানা যায়, প্রতিবাদ করলে ফিলিস্তিনিদের লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। দেখা দেয়া ব্যাপক বিশৃঙ্খলা। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে আনাদোলু জানায়, রমজান মাসে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে ইহুদিদের প্রবেশে অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিজের কাঁধে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে, শর্তসাপেক্ষে রমজানে আল আকসায় নামাজ পড়তে দেয়া হবে, এমনটা জানানো হয়েছিল। শুধু নারী ও প্রবীণদের বিনা বাধায় ঢুকতে দেয়া হচ্ছে মসজিদ প্রাঙ্গনে। গত শুক্রবারও জুমার নামাজ পড়তে গেলে নিরাপত্তারক্ষীদের মারধরের শিকার হন ফিলিস্তিনিরা।

Header Ad

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক কলেজছাত্রের

নিহত কলেজছাত্র মো. শিপন ইসলাম ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি : ঢাকাপ্রকাশ

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে মো. শিপন ইসলাম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাব্বিশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র শিপন ইসলাম উপজেলার গাবসারা ইউনিয়নের চরবিহারী গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী ছিল।

আহতরা হলেন- ঈমান আলীর ছেলে মনিরুজ্জমান (৪৮), হামিদের ছেলে হাবিবুর (২২), আইয়ুব আলীর ছেলে দুলাল হোসেন (২০)। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। এরমধ্যে হাবিবুরসহ অন্যজন ভূঞাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। অপর আহতদের মধ্যে মনিরুজ্জামান ও দুলাল হোসেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গোবিন্দাসী থেকে একটি মোটরসাইকেল ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছাব্বিশা এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে আসা অপর একটি মোটরসাকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিপনসহ দুই মোটরসাইকেলের ৫ জন আহত হয়।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্মরত চিকিৎসকরা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপন নামে একজন পরীক্ষার্থী মারা যায়।

প্রতিবেশি হ্যাপি আকন্দ জানান, শিপন ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছিল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পরীক্ষা দিতে ঘাটাইল জিবিজি সরকারি কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন। পথেই ছাব্বিশা এলাকায় পৌঁছলে দুই মোটরসাইলের সংঘর্ষে আহত হয়ে শিপন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুলফিকার হায়দার বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। পরে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আহত অপর দুইজনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানা নেই এবং কেউ জানায়নি।

খারকিভে হামলা জোরদার করেছে রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়া সোমবার ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে শহর ও গ্রামগুলোতে হামলা জোরদার করেছে। সীমান্তে আকস্মিক ব্যাপক স্থল আক্রমণ শুরুর কয়েকদিন পর রাশিয়া এই অভিযান শুরু করেছে। কয়েকদিনের হামলায় হাজার হাজার মানুষকে এলাকা থেকে সরে যেথে বাধ্য করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী স্বীকার করেছে, রাশিয়া ‘কৌশলগত সাফল্য অর্জন করেছে।’

রাশিয়া শুক্রবার স্থল হামলা শুরু করে। এতে প্রায় ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, তারা সেখানে শক্তিবৃদ্ধি করেছে এবং ‘পাল্টা আক্রমণ’ চলমান রয়েছে।

সন্ধ্যায় ভাষণে তিনি বলেন, ‘আমাদের কাজ পরিষ্কার,সেটা হলো রাশিয়ার যুদ্ধ সম্প্রসারণের প্রচেষ্টাকে ব্যর্থ করা।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে,লিপটসি এবং ভোভচানস্ক শহরসহ আশপাশের সীমান্তের গ্রামগুলোতে তাদের সেনারা ‘কৌশলগত অবস্থান উন্নত করেছে এবং ইউক্রেনীয় সেনাদের ওপর আঘাত করেছে’।

ছেলেকে নিয়ে লিপটসি থেকে পালিয়ে আসা ৭৪ বছর বয়সী কাতেরিনা স্টেপানোভা বলেছেন,তাদের আসার পথে রাস্তায় বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে।

লিপটসিতে ইউক্রেনের সামরিক প্রশাসনের উপপ্রধান সের্গি ক্রাইভেচেনকো এএফপি’কে বলেছেন, ‘তারা গ্রামগুলোতে গোলাবর্ষণ করছে এবং নির্বিচারে গুলি চালাচ্ছে।’

লিপটসিতে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার পর বিশ্রামরত ইউক্রেনীয় এক সেনা সদস্য বলেন, বিমান থেকে বোমাগুলো ‘বৃষ্টির মতো’ পড়ছে।

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান অলেক্সান্ডার লিটভিনেনকো বলেছেন, মস্কো খারকিভ অঞ্চলে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে।
তিনি এএফপি’কে বলেছেন ‘এখানে রাশিয়ান রয়েছে, প্রায় ৫০ হাজার বেসামরিক লোক।

হোয়াইট হাউস সোমবার বলেছে, রাশিয়ার আকস্মিক তীব্র আক্রমণ মোকাবেলায় তারা জরুরি ইউক্রেনের কাছে অস্ত্র পৌঁছাতে ‘সবকিছ’ু করছে।

যুক্তরাষ্ট্র বলেছে, ‘আমরা নিজেরা এবং আমাদের মিত্র উভয়েই মানবিকভাবে সম্ভব সবকিছু করছি।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক দিনে’ একটি নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করা হবে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫,৭৬২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আজ আমরা প্রায় ১,৬০০ স্থানীয় বাসিন্দাদের বের করার পরিকল্পনা করছি।’

তিনি বলেন, সীমান্তের কাছে শিশুদের বাড়ি থেকে ১১৩ শিশুকে থেকে নিরাপদে সরিয়ে নেওয়া দরকার।

জেনারেল স্টাফ বলেছেন, খারকিভ অঞ্চলে সোমবার রাশিয়া ১১টি হামলা চালায় এবং আটটি বিমান হামলা চালায়।

এতে বলা হয়েছে, লুকিয়ানসি গ্রাম দখলে রাশিয়া ‘আংশিক সফল’ হয়েছে। ইউক্রেন এখানে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

সিনেগুবভ বলেন, রাশিয়া ‘৩০টিরও বেশি’ শহর ও গ্রামে হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় খারকিভ শহরের কাছাকাছি একটি বসতি একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছে।

গভর্নর বলেন, এর আগে ইজিয়ুম শহরে হামলায় ৭১ বছর বয়সী এক নারী এবং ৬৯ বছর বয়সী এক পুরুষ আহত হন।
ইউক্রেনের সেনাবাহিনী ভোভচানস্কে লড়াইয়ের খবর দিয়েছে, যেখানে রাশিয়া বিপুল সৈন্য মোতায়েন করেছে। এই সংখ্যা পাঁচ ব্যাটালিয়নে দাঁড়িয়েছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেক্সান্ডার প্রকুদিন বলেছেন, দক্ষিণ খেরসন অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় দু’জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইউক্রেন পশ্চিম রাশিয়ার ওপর ড্রোন হামলা শুরু করেছে। কিয়েভের একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেন, বেলগোরোড সীমান্ত অঞ্চলে এটি একটি তেল টার্মিনালে এবং একটি লিপেটস্ক অঞ্চলে বৈদ্যুতিক সাবস্টেশনে আঘাত হানে।

রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন বেশ কয়েকটি গাড়িতে আঘাত করলে এক নারী নিহত ও তিন জন আহত হয়।

নিজের পদ্ধতিতে মস্তিষ্কের ক্যানসার মুক্ত হলেন চিকিৎসক

ছবি: সংগৃহীত

নিজের উদ্ভাবিত পদ্ধতিতে চিকিৎসা নিয়ে মস্তিষ্ক ক্যানসার থেকে মুক্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার একজন চিকিৎসক। ওই চিকিৎসক হলেন অধ্যাপক স্কোলিয়ার। তিনি গ্লায়োব্লাস্টোমার নামে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এ ধরনের রোগীদের অনেকে এক বছরও বেঁচে থাকে না।

ক্যানসার নিয়ে নিজেরই গবেষণার ভিত্তিতে উদ্ভাবন করা একটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে স্কোলিয়ারের শরীরে প্রয়োগ করা হয়েছে। চিকিৎসক স্কোলিয়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগতত্ত্ববিদ। ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর স্কোলিয়ার এবং তার সহকর্মী ও বন্ধু জর্জিনা লংকে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্কোলিয়ার বলেন, আবারও এমআরআই পরীক্ষায় দেখা গেছে নতুন করে টিউমারটি ফিরে আসেনি। এতে ‘আমি অত্যন্ত খুশি!!!’

এক দশক ধরে ইমিউনোথেরাপি নিয়ে গবেষণা করছেন মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার সহপরিচালকেরা। এ পদ্ধতিতে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ব্যবহার করে ক্যানসার কোষকে আক্রমণ করা হয়। বিশ্বজুড়ে ক্যানসারের শেষ ধাপে থাকা রোগীদের মধ্যে এ পদ্ধতি ব্যবহার করে উল্লেখজনক সাফল্য পাওয়া গেছে।

স্কোলিয়ারের মস্তিষ্কের ক্যানসার সারাতে এ পদ্ধতি ব্যবহার করেছেন অধ্যাপক লংসহ চিকিৎসকদের একটি দল। অধ্যাপক স্কোলিয়ার হলেন মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত প্রথম রোগী, যার চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এর ফলে তিনি এক বছরের বেশি সময় ধরে ক্যানসারমুক্ত আছেন।

মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়াতে অধ্যাপক লং এবং তার চিকিৎসক দল গবেষণা করে দেখেছে, কয়েকটি ওষুধের সংমিশ্রণ ঘটিয়ে ইমিউনোথেরাপি দেওয়া হলে তা অপেক্ষাকৃত ভালো কাজ করে।

স্কোলিয়ারের চিকিৎসায় যে সাফল্য পাওয়া গেছে, তাতে চিকিৎসা জগতে আশার সঞ্চার হচ্ছে। লং ও স্কোলিয়ারের এ প্রচেষ্টা হয়তো প্রতিবছর বিশ্বজুড়ে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত প্রায় তিন লাখ মানুষের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক কলেজছাত্রের
খারকিভে হামলা জোরদার করেছে রাশিয়া
নিজের পদ্ধতিতে মস্তিষ্কের ক্যানসার মুক্ত হলেন চিকিৎসক
মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকাসহ ১৯ ভরি স্বর্ণ লুট
স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
পাকিস্তানি বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করতো গুলশানের ‘সানভীস বাই তনি’
ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে তিনটি মামলাই খারিজ করে দিয়েছে আদালত
মার্কিন স্যাংশন, ভিসা নীতিকে পাত্তা দেই না: ওবায়দুল কাদের
ইসরায়েলের সঙ্গে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
৫ কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিংকস নিষিদ্ধ চেয়ে মামলা
তাসকিনকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা, বাদ সাইফউদ্দিন
ঢাকায় ডোনাল্ড লু
টঙ্গীতে নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৭ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
এম ভি আবদুল্লাহ থেকে পণ্য খালাস শুরু
জুন-জুলাইয়ে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ সফর
বিএনপি নেতা সোহেল কারামুক্ত
চার বছর পর কারামুক্ত হচ্ছেন করোনার রিপোর্ট করা চীনা সাংবাদিক
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৪
বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে কাজ করেছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী