সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বারের মতো দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগের জনমত জরিপের সব হিসেব-নিকাশ উল্টে দিয়ে মঙ্গলবার মার্কিনিরা আরেকবার বেছে নিলেন সাবেক এই প্রেসিডেন্টকে। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর কমালা হ্যারিসের উত্থানের আশায় গুঁড়েবালি দেখল বিশ্ব; আর শীর্ষ ক্ষমতাধর দেশটিতে নতুন ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের আগে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কথার লড়াই আর বিভাজনের রাজনীতিতে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। শুরু থেকে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠান এই দুই প্রার্থীর মাঝে যে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে সেই আভাস দিয়ে আসছিল মতামত জরিপে। যদিও এসব জরিপের বেশিরভাগেই নীল শিবিরের প্রার্থী কমালাকেই এগিয়ে রাখতে দেখা যায়। কিন্তু মঙ্গলবার অনুষ্ঠিত দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ‘‘আমেরিকা প্রথম’’ নীতিতে অটল ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিলেন মার্কিন ভোটাররা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত নির্বাচনী ফল অনুযায়ী, দেশটির নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টির প্রয়োজন। আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় বুধবার পৌন ৪টার দিকেই এই ম্যাজিক ফিগারে পৌঁছে যান। দেশটির নির্বাচনে ফল নির্ধারণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্য খ্যাত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, মেইন, পেনসিলভানিয়ায় লাল শিবিরের জয়ে হোয়াইট হাউসের মসনদ নিশ্চিত হয় ট্রাম্পের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চার বছর আগের ভোটে হেরে হোয়াইট ছাড়ার পর আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই অসাধারণ প্রত্যাবর্তনে; নতুন আমেরিকান নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বে দেশটির গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ও পররাষ্ট্র সম্পর্ক পরীক্ষার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈশ্বিক গবেষণা সংস্থা এডিসন রিসার্চ বলছে, ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টিরও বেশি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে বুধবার হোয়াইট হাউস পুনরুদ্ধার করেছেন; যা দেশটিতে চলমান মেরুকরণের রাজনীতিকে আরও গভীর করে তুলেছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৬ টার দিকে মার্কিন নির্বাচনের ফলাফল নির্ধারণী দোদুল্যমান রাজ্য-খ্যাত উইসকনসিনের ফল প্রকাশের সাথে সাথেই ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যায়। উইসকনসিনের ১০টি ইলেক্টোরাল ভোটের মাধ্যমে ম্যাজিক ফিগার ২৭০ পেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন বার্তা অ্যাসোসিয়েট প্রেস (এপি) বলছে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ২৭৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল কলেজ ভোট। তবে এখনও কয়েকটি রাজ্যে আংশিক ভোট গণনা বাকি রয়েছে।

শুধু ইলেক্টোরাল কলেজ ভোটই বেশি পাননি ডোনাল্ড ট্রাম্প, বরং পপুলার ভোটও প্রায় ৫০ লাখ বেশি পুড়েছেন নিজের ঝুলিতে। এর আগে, ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে লাল ঢেউয়ের গর্জনে মেতে ওঠা সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘‘আমেরিকা আমাদের এক অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’’

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ব্যর্থ চেষ্টায় পরের বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে তাণ্ডব চালান ট্রাম্পের কর্মী-সমর্থকরা। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে চালানো ওই সহিংসতার পর ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখেছিলেন অনেকে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজ দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী দৌড় থেকে দূরে সরিয়ে দেন তিনি।

এরপর মার্কিন অর্থনীতিতে জেঁকে বসা মুদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্যের লাগামহীন দশায় ভোটারদের উদ্বেগকে পুঁজি করে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালান তিনি। ‘‘আমেরিকা ফার্স্ট’’ নীতির কথা জানিয়ে দেশ থেকে অবৈধ অভিবাসনের অবসানের রূপকল্প তুলে ধরে ভোটারদের মন জয় করেন তিনি।

বিপরীতে ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সন্তান কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রকে অভিবাসীদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করে তুলবেন বলে ভোটারদের কাছে কমালার বিষোদগার করেন। শেষ পর্যন্ত মার্কিন রাজনীতির বিদ্বেষ আর বিভাজনের রূপরেখায় কমালা হ্যারিসকে হারিয়ে দিলেন রিপাবলিকান ট্রাম্প।

ভোটের পর বুধবার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সমর্থকদের নিয়ে ইলেকশন নাইট পার্টিতে অংশ নেওয়ার কথা ছিল কমালা হ্যারিসের। কিন্তু নির্বাচনের ফলে বিপর্যয়ের আভাস মেলায় সেই অনুষ্ঠান স্থলে যাননি তিনি। সেখানে পড়ে থাকতে দেখা গেছে খালি চেয়ার আর জনশূন্য মঞ্চ। তবে হ্যারিসের নির্বাচনী প্রচার শিবিরের কো-চেয়ারম্যান সেড্রিক রিচমন্ড মধ্যরাতের পর জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন, বুধবার দিনের কোনও এক সময় জনসম্মুখে কথা বলবেন কমালা হ্যারিস।

Header Ad
Header Ad

সচিবালয় ঘেরাও করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সচিবালয় ঘেরাও করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে সচিবালয়ের সামনে অবস্থান নেন। অনশনে অংশগ্রহণকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় করে সচিবালয়ে পৌঁছান। এসময় তাদের মধ্যে কয়েকজন স্যালাইন নিয়ে ছিলেন।

এর আগে, বিকেল ৪টায় শিক্ষার্থীরা সেনাবাহিনীকে কাজ হস্তান্তরসহ তিনটি দাবির জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেন। আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে রওনা দেন।

দুপুর ১.৩০টায় অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে, যদি মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন না, তবে তারা সচিবালয় ঘেরাও করবেন। দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি জারি করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন জানিয়েছেন, আগামী বুধবার শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত এবং দাবি পূরণের রূপরেখা নির্ধারিত হবে।

তবে, শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের চিঠি সংশোধনের প্রস্তাব দেন এবং তাদের আল্টিমেটাম অনুযায়ী লিখিতভাবে দাবি মেনে নেওয়ার অঙ্গীকার না করলে অনশন ভাঙবেন না এবং বিকেল ৪টায় সচিবালয় অভিমুখে গণপদযাত্রা করবেন। দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়ায় শিক্ষার্থীরা বিকেল ৪টায় সচিবালয়ের দিকে রওনা দেন।

রোববার থেকে শুরু হওয়া তিন দফা আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা অনশন করছেন। তাদের প্রধান দাবিগুলো হচ্ছে— সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা, এবং অস্থায়ী আবাসন না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা প্রদান।

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১৫-২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা।

Header Ad
Header Ad

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের তারিখ পেরিয়ে যাওয়া প্রায় ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় কাজের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এ প্রসঙ্গে হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের যৌথ কারিগরি কমিটি প্রবাসী কর্মীদের স্বার্থে কাজ করছে।

বৈঠকে ড. ইউনূস গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতি তুলে ধরে বলেন, বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় দ্রুত কাজ যোগদানের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সহযোগিতা এই প্রক্রিয়াকে সহজতর করবে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আসিয়ানের পূর্ণ সদস্য হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের প্রতি সমর্থনের আহ্বান জানান। এ ছাড়া, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে উৎসাহিত করার কথাও উল্লেখ করেন তিনি।

এই বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Header Ad
Header Ad

বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ

অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ। ছবি: ঢাকা প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবিতে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জানুয়ারি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র জানায়, নতুন ভিসি দায়িত্ব গ্রহণের পরই ড. মোঃ তানজিউল ইসলামকে ক্যাফেটেরিয়ার পরিচালক করা হয়। একজন সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র অধ্যাপক।

নাম প্রকাশ না করা শর্তে একজন অধ্যাপক জানান, এই পদে অধ্যাপক থেকে দায়িত্ব দেয়ার প্রচালন রয়েছে। এছাড়া ইউজিসির নিয়ম অনুযায়ী সেখানে একজনকে পূর্ণকালীন নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে ৩০ এর অধিক অধ্যাপক রয়েছে সেখানে একজন সহযোগী অধ্যাপকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।

এইদিকে ক্যাম্পাসে একসময় আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সক্রিয় সদস্য ছিলেন ড. তানজিউল। তাই জুলাই বিপ্লবের পাশে থাকা শিক্ষকরাও তার এ নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছেন।

ইউজিসির ২০২২ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ (পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন) গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ণকালীন নিয়োগ প্রদান করতে হবে। অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি/সামরিক কর্মকর্তা বা কলেজের শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। পত্রে প্রতিষ্ঠাকাল ১০ বছর হয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে এ সকল পদে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অবিলম্বে নিয়োগ দিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।

কিন্তু বেরোবি প্রশাসন সেই নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রকের পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলামকে (ভারপ্রাপ্ত) দায়িত্ব দিয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী বলেন, ‘আমাদের লোকজন কম তাই উনাকে (ড. মোঃ তানজিউল ইসলাম) আপাতত নিয়োগ নিয়োগ হয়েছে। পরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা পূর্ণকালীন নিয়োগ দিব।’

ইউজিসির সদস্য প্রফেসর ড.মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এই ধরনের কিছু আমি শুনিনি। যদি নিয়মের ব্যত্যয় ঘটে অবশ্যই ইউজিসি ব্যবস্থা নিবে। আর আমি অন্য ডিভিশনের কাজ করি। এই ব্যাপারে প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ভালো বলতে পারবেন। তবে অনিয়ম হলে ইউজিসি সেটির ব্যবস্থা নিবে।’

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সচিবালয় ঘেরাও করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ইউজিসির নিয়মকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ
দাবানলের আগুনে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ
বদলগাছীতে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, একসঙ্গেই থাকতে হবে: ভারতীয় সেনাপ্রধান
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন
শেখ হাসিনার যোগসাজসে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত: রিজভী
ভারত নয়, পাকিস্তান থেকেই আসছে পেঁয়াজ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
ভ্যাট বাড়ানোর কারণ জানালেন খাদ্য উপদেষ্টা
মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজহারী
ঝগড়ায় ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ, বলছে গবেষণা
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি
যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ
নগদে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর
রাজনৈতিক চাপের মুখে বিএমডিএ, নিয়োগ বাতিল হচ্ছে সাড়ে ৪ হাজার কর্মচারীর!
সীমান্তে ভারতীয় বিএসএফের বর্বরতা, ১ দশকে নিহত ২৮৯ বাংলাদেশি
১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব