
সারাবিশ্ব
র্যাঙ্কড ভোটে জয়, নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়রপ্রার্থী জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে জোহরান মামদানির নাম চূড়ান্ত হয়েছে। গতকাল (মঙ্গলবার) তৃতীয় ধাপে অনুষ্ঠিত র্যাঙ্কড-চয়েস ভোটে ৫৬ শতাংশ সমর্থন নিয়ে বিজয় নিশ্চিত করেন তিনি। এরপরই সিটি বোর্ড অফ ইলেকশন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।
৩৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ও মুসলিম এই প্রার্থী নিজের রাজনৈতিক পরিচয় দেন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে। একসময়ের তুলনামূলকভাবে অপরিচিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান এবার মেয়র প্রার্থিতার দৌড়ে ডেমোক্রেটিক পার্টির পরিচিত মুখ, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়েছেন।
র্যাঙ্কড-চয়েস ব্যবস্থায় ভোটাররা পাঁচজন পর্যন্ত প্রার্থীর নাম পছন্দক্রমে তালিকাভুক্ত করেন। এই পদ্ধতিতে তৃতীয় রাউন্ডে পৌঁছানোর আগেই জোহরান ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করে প্রাথমিক জয় নিশ্চিত করেন। যা অনেকের কাছে চমক হিসেবেই এসেছে।
জোহরানের এই জয়ের ফলে নভেম্বরের সাধারণ নির্বাচনে তিনি লড়বেন বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিপক্ষে। যদিও অ্যাডামস এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন। দুর্নীতির অভিযোগে তাঁকে ডেমোক্র্যাটিক পার্টি থেকে সরে দাঁড়াতে হয়, যদিও পরে মামলাটি খারিজ হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জোহরান বলেন, “আমরা ভাবিনি প্রথম রাউন্ডেই এত ভোট পাব। যা এরিক অ্যাডামস তার সাত রাউন্ডেও পাননি।”
জোহরানের বিজয় ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। অনেকে মনে করছেন, তার বামপন্থী অবস্থান রিপাবলিকানদের কাছে সহজ টার্গেট হয়ে উঠতে পারে।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে পরাজয়ের পর সাবেক গভর্নর কুমো নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে স্বতন্ত্রভাবে লড়বেন কি না, সে বিষয়ে এখনও তিনি আনুষ্ঠানিক কিছু বলেননি।
এদিকে, জোহরানের জয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “যদি তিনি মেয়র হয়ে অভিবাসন আইনে বাধা দেন, তবে তাঁকে গ্রেপ্তার করা উচিত। আমাদের দেশে কমিউনিস্টদের দরকার নেই।”
জোহরান অবশ্য এর আগেই বলেছেন, অভিবাসীদের বিরুদ্ধে ভয়ভীতি ও বেআইনি তৎপরতা থামাতে হবে। তিনি চান, নিউইয়র্ক হোক সমান সুযোগ ও মর্যাদার একটি শহর।
নভেম্বরের নির্বাচনে জোহরানের প্রতিদ্বন্দ্বী হবেন—এরিক অ্যাডামস, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাটর্নি জিম ওয়াল্ডেন।