
সারাবিশ্ব
ইসরায়েলে হুতিদের রকেট হামলা, প্রতিশোধের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরানসমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে হঠাৎ সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে শুরু করেন সাধারণ মানুষ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ইসরাইলকে যেসব পক্ষ হুমকি দেবে, তাদের হাতে ছাড় দেওয়া হবে না। তেহরানের মতোই ইয়েমেনকেও চরম মূল্য দিতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, “ইরানের সাপের মাথায় আঘাত করার পর এবার হুতিদের ঘাঁটিতেও হামলা হবে।”
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।
অন্যদিকে, হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গাজায় চলমান ইসরায়েলি হামলার জবাবে তারা এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে। গোষ্ঠীটির দাবি, তারা নিয়মিতভাবেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ‘দখলদার ইসরায়েল’কে টার্গেট করে আসছে।
তবে ইসরায়েল বলছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্টা জবাবে এরইমধ্যে ইয়েমেনের ভেতরে হুতিদের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলাও চালিয়েছে তেলআবিব।