বিশেষ সাক্ষাৎকার

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না’

৩০ নভেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পিএম


‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না’

বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে ঢাকাপ্রকাশ-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বিএনপি’র বিভাগীয় সমাবেশ, ১০ ডিসেম্বর ঢাকার সমবেশ, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞাসহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকাপ্রকাশ-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক শাহাদাত হোসেন। কারিগরি সহায়তায় ছিলেন আহমদ সিফাত। সাক্ষাৎকারের চুম্বক অংশ ঢাকাপ্রকাশ-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ঢাকাপ্রকাশ: সম্প্রতি আপনারা দেশের বিভাগীয় কয়েকটি শহরে সমাবেশ করেছেন। এতে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আপনি কি মনে করেন বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে?

মির্জা ফখরুল: প্রকৃত বিষয়টি হচ্ছে যে, গত এক দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের জোর করে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় থাকার সময় ক্ষমতাকে যথেচ্ছ ব্যবহার করা, তাদের দুঃশাসন, দুর্নীতি, মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষের উপর বিভিন্ন রকম অত্যাচার নির্যাতনের ফলে গোটা দেশের মানুষ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। ইতিমধ্যে তাদের দুঃশাসন, দুর্নীতির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেলের দাম যেভাবে বেড়েছে। বিদ্যুৎ, গ্যাস, পানির দাম যেভাবে বেড়েছে তাতে মানুষের জীবনধারণ করা এক ধরনের অসম্ভব হয়ে পড়েছে। এই সবকিছু মিলিয়ে তারা মনে করছে বর্তমান আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তাদের সমস্যাগুলো সমাধান হবে না। যে কারণে সরকারের পরিবর্তনের লক্ষ্যে মানুষ বিএনপির এই সমাবেশগুলোতে অংশগ্রহণ করছে।

এটা অবশ্যই শুধু বিএনপির দাবি দাওয়া নয়, গণমানুষের যে দাবি-তা হচ্ছে এই সরকারের এখন পরিবর্তন হওয়া উচিত। তার জন্য একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত। সেই নির্বাচনের জন্য-যেটা আমরা আগেও বলেছি যে, এখানে একটা অন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই নির্বাচন কখনই সুষ্ঠু হতে পারে না। যে কারণে আমরা এই নির্বাচন যেন তত্ত্বাবধায় সরকারের অধীন হয়, এই সংসদকে বিলুপ্ত করে দিয়ে, সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নতুন একটা নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন করার দাবি তুলেছি। অর্থাৎ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনই সবকিছু নয়, কিন্তু নির্বাচন হচ্ছে একটা প্রধান ফটক বা গেট যেটা পার হলে একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে যাওয়া সম্ভব হয়। আমরা সে কারণেই নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।
কিন্তু আমরা অতীত অভিজ্ঞতায় যেটা দেখেছি-আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ এবং ২০১৮ সালে পরপর দুটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা জোর করে (নির্বাচন) করেছে। যেখানে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। তারা আগের রাত্রে ভোট নিয়ে, বিনা ভোটের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করে ক্ষমতায় আছে। যে কারণে দেশে চরম অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট এবং সুশাসনের সংকট সৃষ্টি হয়েছে। যে কারণে মানুষ বিরোধীদলের এই সমাবেশগুলোতে এভাবে উপস্থিত হচ্ছে।

ঢাকাপ্রকাশ: আগামী ১০ ডিসেম্বর আপনারা ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আপনারা সরকারকে কী বার্তা দিতে চান?

মির্জা ফখরুল: প্রথমেই বলে নেই- এটি একটি ভুল ধারণা সৃষ্টি হয়েছে। ১০ ডিসেম্বর আমরা ঢাকায় কোন মহাসমাবেশের ডাক দেইনি। আমরা দশটি বিভাগে ১০টি সমাবেশ করেছি। তার মধ্যে ১০ ডিসেম্বর ঢাকায় আমাদের একটি গণসমাবেশ আছে। এই গণসমাবেশকে সফল করার জন্য ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় কাজ হচ্ছে, প্রচার হচ্ছে। নেতা-কর্মীরা সে কাজগুলো করছেন। ঢাকা বিভাগের গণসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় গণসমাবেশগুলোর একটা ফেজ শেষ হবে। পরবর্তী ধাপে আমরা মূল দাবিগুলো নিয়ে অর্থাৎ সরকার পতনের দাবি, সংসদ বিলুপ্তির দাবি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি, নতুন নির্বাচন কমিশন গঠন করার দাবি, এই গুলো নিয়ে আমরা সামনে আসব।

ঢাকাপ্রকাশ: আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি করছেন। এক সময় তো আপনারা এর বিরোধিতা করেছিলেন। এখন কেন আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চাচ্ছেন?

মির্জা ফখরুল: রাজনীতি কোনো স্ট্যাটিক ব্যাপার নয়। এখানে কোনো দাবি বা বিষয় একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না। মানুষের প্রয়োজনেই রাজনীতি। আমরা যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা উঠেছে- আওয়ামী লীগই দাবিটা করেছে। সে সময় জাতীয় পার্টি ছিল, জামায়াতে ইসলাম ছিল-তাদের সঙ্গে তারা (আওয়ামী লীগ) দাবিটা করেছে। তখন একটা প্রচলিত নিয়ম ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সেটাকে সামনে রেখে আমরা চিন্তা করেছিলাম। পরে আমরা যেটা দেখি যে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতির জন্যে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার না থাকলে কখনই সুষ্ঠ নির্বাচন হতে পারে না। সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে মেনে নিয়ে পার্লামেন্টে বিশেষ সেশন ডেকে তিনি এটাকে (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) পাশ করেছেন এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। সেটার (তত্ত্বাবধায়ক সরকার) অধীনে চারটা নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এটা একটা মীমাংসিত বিষয় এখানে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার থাকা একটা বড় প্রয়োজন হয়ে দাড়িয়েছে এবং এটাই সংকটের সমাধান করতে পারে। এ ছাড়া, সংকটের সমাধান সম্ভব নয়।

ঢাকাপ্রকাশ: এবারের তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা কী হবে? এটা কী বিগত তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে, না নতুন কোন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। 

মির্জা ফখরুল: এটা (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) তো অতীতে ছিল, আমাদের সংবিধানে ছিল। এর যদি কোনো পরির্বতন করতে হয়, সরকার যদি সেটা এগ্রি করে তাহলে সেটা আলাপ আলোচনা করে কোনো কিছু পরিবর্তন থাকলে সেটুকু পরিবর্তন করা সম্ভব। কিন্তু বেসিক বিষয়টা হচ্ছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার নির্বাচনকালীন সময়ে থাকতে হবে।

ঢাকাপ্রকাশ: সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে তাহলে আপনারা নির্বাচনের ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত নেবেন?

মির্জা ফখরুল: আমরা নির্বাচনে যাব না। আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাব না। আমরা জনমত গড়ে তুলছি এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দেওয়ার।

ঢাকাপ্রকাশ: বর্তমানে দেশে নানা ধরনের সংকট রয়েছে। আপনি কী মনে করেন বর্তমান সরকার এ সকল সংকট মোকাবিলা করে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে পারবে?

মির্জা ফখরুল: এই সরকার তো ব্যর্থ হয়েছে। তারা সংকট মোকাবিলা করতে পারবে না। কারণ এক নম্বর হলো এই সরকারের কোনো জনভিত্তি নেই, জনগণের ম্যান্ডেট নেই। দুই নম্বর হলো এই সরকার সম্পূর্ণ দুর্নীতিপরায়ণ। এত বেশি দুর্নীতিপরায়ণ যে সংকটগুলো দুর্নীতির কারণে আরও বেশি করে সৃষ্টি হয়েছে। এবং ইনিস্টিটিউশনগুলোকে তারা একেবারে ভেঙে ফেলেছে, ব্যাংকিং সিস্টেমকে ভেঙে ফেলেছে, স্টক মার্কেটকে নষ্ট করেছে, পুরো ফিন্যান্স সিস্টেমটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকাপ্রকাশ: আপনার বিবেচনায় দেশের বর্তমান সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে?

মির্জা ফখরুল: এটার জন্য বড় প্রয়োজন যেটা সেটা হলো একটা নির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেড প্রাপ্ত সরকার।যেটা হলে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, দেশের যারা বিশেষজ্ঞ অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে কথা বলে অর্থনৈতিক বিষয়গুলোকে সমাধান করার ব্যবস্থা নিতে পারবে। জনগণের ম্যান্ডেড প্রাপ্ত সরকারের পক্ষে কেবল সেটা সম্ভব। অন্য কোনোভাবে সেটা সম্ভব নয়।

ঢাকাপ্রকাশ: সম্প্রতি গণমাধ্যমে আপনার কয়েকটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আপনি তাতে দেশের মানবাধিকার পরিস্থিতি, র‌্যাবের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন। আপনি কি মনে করেন নিষেধাজ্ঞার পর পরিস্থিতির উন্নতি হয়েছে?

মির্জা ফখরুল: না বিষয়টা সেরকম নয়। বিষয়টা হলো যে র‌্যাব হলো আমাদের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এবং এর কাজটা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যজনক আওয়ামী লীগ সরকার আসার পরে র‌্যাবকে তারা তাদের রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করেছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা র‌্যাব দিয়ে এমন কতগুলো কাজ করিয়েছে যেগুলো সম্পূর্ণভাবে বেআইনি এবং মানবাধীকার লঙ্ঘন করেছে তারা। সে কারণেই র‌্যাবকে এই স্যাংশনের আওতায় পড়তে হয়েছে। যেটা আমাদের জন্য জাতিগতভাবে অত্যন্ত লজ্জাজনক। কিন্তু এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে সরকার। যারা তাদেরকে ব্যবহার করে এই বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকার ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে র‌্যাবকে একেবারে পুরোপুরি রাজনীতির বাইরে নিয়ে এসে তাকে তার কাজের যে জায়গাটা সৃষ্টি করা যায় সেটা করা যেতে পারে।

ঢাকাপ্রকাশ: আপনি এবং আপনার দল বর্তমান সরকারকে অবৈধ সরকার বলে আখ্যায়িত করে থাকেন। এর যৌক্তিক কারণ কী?

মির্জা ফখরুল: সংবাদিক হিসেবে এর যৌক্তিক কারণ তো আপনাদের সবচেয়ে বেশি জানা উচিত। এ কারণে যে সরকার কখন বৈধ হয়? যখন সে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়। একটা নির্বাচনের মাধ্যমে পারলামেন্ট গঠিত হয় এবং পাররামেন্টের মাধ্যমে সে সরকার গঠিত হয়। কিন্তু এই সরকার তো কোনো নির্বাচনে জয়ী হয়নি। তারা ২০১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে। পাচঁ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি। আর ২০১৮ তে আগের রাত্রে জোর করে ভোট নিয়ে চলে গেছে। সুতরাং এই সরকারের কোনো মেন্ডেটই নেই। জনগণের কোনো ভোটই তারা পায়নি। সুতরাং এটাতো অবশ্যই অবৈধ সরকার।

ঢাকাপ্রকাশ: আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল। বর্তমানে তা অনুপস্থিত। এর কারণ কী বলে আপনি মনে করেন?

মির্জা ফখরুল: এর প্রধান কারণ হলো আওয়ামী লীগ মনে করে যে দেশে একমাত্র তারাই রাজনৈতিক দল থাকবে, আর কোনো রাজনৈতিক দল থাকবে না এবং তারা মনে করে এ দেশের মালিক তারা। এ কারণে তারা এ ধরনের আচরণ করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা কোন ধর্তব্যের মধ্যে নিয়ে আসে না। তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্মূল করতে চায়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের প্রবলেম কোন জায়গায়? প্রবলেম এক জায়গায়। যে আওয়ামী লীগ বিএনপিকে একেবারে সহ্য করতে পারে না। তারা বিএনপিকে নির্মূল করতে চায়। আমরা তো কখনই এগুলো বিশ্বাস করি না। আমরা বহুমাত্রিক গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি যে, সব দলগুলো একসাথে রাজনীতি করবে। সে কারণেই আমরা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছি এবং সেভাবেই আমরা কাজ করি। সুতরাং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য থাকা উচিত, তাদের মধ্যে পারস্পারিক সহযোগিতা থাকা উচিত, সহনশীলতা থাকা উচিত এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠা উচিত।

ঢাকাপ্রকাশ: মানুষের মনে প্রশ্ন, আপনাদের দল ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন? এ বিষয়ে আপনার ভাবনা কী?

মির্জা ফখরুল: এই বিষয়টা আমি মনে করি যে একটি অযৌক্তিক প্রশ্ন। আমাদের দলের চেয়ারপারসন আছেন খালেদা জিয়া। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। সে প্রশ্নতো আসতেই পারে না। জবাব একটাই।

ঢাকাপ্রকাশ: স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।

মির্জা ফখরুল: থ্যাংক ইউ ভেরি মাচ।


তদন্তের প্রয়োজনে ড. ইউনুসকে ডাকা হয়েছে, আসা না আসা তার ব্যাপার :দুদক চেয়ারম্যান

০৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৭ এএম


তদন্তের প্রয়োজনে ড. ইউনুসকে ডাকা হয়েছে, আসা না আসা তার ব্যাপার :দুদক চেয়ারম্যান
ড. মুহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন তাই ডেকেছেন। ড. মুহাম্মদ ইউনুস দুদকে আসবেন কি না, এটা তার ব্যাপার।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব করা হয়েছে। আগামী ৪ ও ৫ অক্টোবর ‍দুদকের জিজ্ঞাসাবাদ চলবে।

এদিন বিকেলে দুদক চেয়ারম্যান বলেন, কাউকে জিজ্ঞাসাবাদের বিষয়টি কমিশনের কাজ নয়। মামলা হবে কি, হবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় দুদক। এ ব্যাপারে মামলা হয়েছে, এখন তদন্ত কর্মকর্তা ঠিক করবেন কাকে ডাকবেন তিনি। যাকে প্রয়োজন মনে করবেন তাকে ডাকবেন। তার নিজস্ব বিষয় এটা।

তিনি আরও বলেন, তলবের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর জানতে পেরেছি আমি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন, তাই ডেকেছেন। তিনি আসলে ভালো, আর না আসলে সেটা তার ব্যাপার।

এছাড়া ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, কেন হয়রানি করা হবে তাকে। শ্রমিকদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে কারখানা পরিদপ্তর থেকে তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে তদন্ত করেছে দুদক এবং মামলা হয়েছে। আপনারা এটাকে কেন হয়রানি বলছেন?

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি।

 

 


আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে :ওবায়দুল কাদের

০৩ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৪১ এএম


আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে :ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।ফাইল ছবি

আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দিল্লি কিংবা আমেরিকারসহ সবার সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব রয়েছে, কারও সঙ্গে শত্রুতা নেই।

মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনও চিন্তা নেই, এটা সঠিক সময় অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন, সাহস থাকলে ঢাকায় আসুক।

দেশের জনগণকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার রাতের ঘুম হারাম।


অবৈধ সরকারকে বিদায় করেই ঘরে ফিরব: বিএনপির আমির খসরু

০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২৬ এএম


অবৈধ সরকারকে বিদায় করেই ঘরে ফিরব: বিএনপির আমির খসরু
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি সংগৃহিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবৈধ সরকারকে বিদায় করেই তার পর আমরা ঘরে ফিরব।

মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ২ ঘণ্টাব্যাপী রোডমার্চ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমির খসরু মাহমুদ চৌদুরী।

তিনি বলেন, মানবতার মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে চিকিৎসা করা খুবই জরুরি কিন্তু সরকার নানান রকম দোহাই দিয়ে কালক্ষেপণ করছে।

তিনি বলেন, একটি অবৈধ সরকার ক্ষমতা টেকানোর জন্যে একের পর এক অবৈধ কাজ করে যাচ্ছে। তাদের ভয়, বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান, তবে তাদের ক্ষমতাচ্যুত হতে হবে, তবে তারেক রহমান দেশে চলে আসবেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান বক্তা বেগম সেলিমা রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া,বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং একদফা আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোডমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

অনুসরণ করুন