সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে একধাপ আরও পেছাল বাংলাদেশ

০৩ মে ২০২৩, ০৮:০৮ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম


সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে একধাপ আরও পেছাল বাংলাদেশ

সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও পেছাল বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ মে) সাংবাদিকদের নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ২০২৩ সালের এই সূচক প্রকাশ করেছে।

সূচকে ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩তম। এ বছর এই সূচকে বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা তুলনামূলক সংকুচিত বলে আরএসএফ জানিয়েছে।

২০২২ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। গত বছর সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩।

২০২০ ও ২০২১ সালে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালোছিল। ২০২১ সালে ১৫২তম আর ২০২০ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম।

মোটা দাগে সারা বিশ্বে সাংবাদিকতার পরিবেশ দশটি দেশের মধ্যে সাতটিতেই ‘খারাপ’ এবং মাত্র তিনটিতে ‘সন্তোষজনক’ বলে প্রতিবেদনে জানিয়েছে আরএসএফ।

এবারের সূচকে গত বছরের মতো সবার শীর্ষে আছে নরওয়ে। দেশটির স্কোর ৯৫ দশমিক ১৮। সূচকে দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। ডেনমার্ক ৩য়, সুইডেন ৪র্থ, ফিনল্যান্ড ৫ম, নেদারল্যান্ডস ষষ্ঠ, লিথুয়ানিয়া সপ্তম, এস্তোনিয়া ৮ম, পর্তুগাল ৯ম আর তিমোর লেস্তে ১০ম স্থানে রয়েছে।

সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে ভারত। তারা এবার ১৬১তম অবস্থানে আছে। অন্যদের মধ্যে আফগানিস্তান ১৫২তম, পাকিস্তান ১৫০তম, শ্রীলঙ্কা ১৩৫তম, মালদ্বীপ ১০০তম, নেপাল ৯৫তম এবং ভুটান ৯০তম অবস্থানে আছে।

অন্যদিকে, বিশ্বে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উত্তর কোরিয়া (১৮০তম)। দেশটির স্কোর ২১ দশমিক ৭২।

সূচকে সবচেয়ে খারাপ দেশের হিসেবে দ্বিতীয় স্থানে আছে চীন (১৭৯তম)। তৃতীয় ভিয়েতনাম (১৭৮তম), চতুর্থ ইরান (১৭৭তম), পঞ্চম তুর্কমেনিস্তান (১৭৬তম), ষষ্ঠ সিরিয়া (১৭৫তম), সপ্তম ইরিত্রিয়া (১৭৪তম), অষ্টম মিয়ানমার (১৭৩তম), নবম কিউবা (১৭২তম) এবং ১০ম স্থানে আছে বাহরাইন (১৭১তম)।

সূচকে বাংলাদেশের নিচে রয়েছে রাশিয়া (১৬৪তম), তুরস্ক (১৬৫তম), মিসর (১৬৬তম), ইরাক (১৬৭তম), ইয়েমেন (১৬৮তম), হন্ডুরাস (১৬৯তম), সৌদি আরব (১৭০তম)।

বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিবেশ মূল্যায়ন করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে আরএসএফ। প্যারিসভিত্তিক এই সংগঠন বলেছে, বিশ্বের ৩১টি দেশে মুক্ত সাংবাদিকতার পরিস্থিতি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, ৪২টি দেশে ‘কঠিন’, ৫৫টি দেশে ‘সমস্যাযুক্ত’ এবং ‘ভালো’ অথবা ‘সন্তোষজনক’ ৫২টি দেশে।

এমএমএ/

 


বিভাগ : গণমাধ্যম

বিষয় : গণমাধ্যম



রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

০৪ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪০ এএম


রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

২০২৩ সালের জন্য রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী। বুধবার (৪ অক্টোবর) এই পুরস্কারের জন্য বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন, মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখায় এই সম্মানজনক পুরষ্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে। তারা তিন জনই মার্কিন নাগরিক।

তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে এবারের নোবেল বিজয়ীদের নাম ফাঁস হয়ে যায়। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। কিন্তু বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেয় সংশ্লিষ্ট মহল। কিন্তু পৌনে ৪টায় ঘোষিত বিজয়ীদের নামের তালিকার সঙ্গে ফাঁস হওয়া তালিকা মিলে যায়। এ বিষয়ে নোবেল কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম।

মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)।

এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।

আগামীকাল ৬ অক্টোবর সাহিত্যে অবদান রাখায় ঘোষণা করা হবে নোবেলজয়ীর নাম। ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।


বিভাগ : সারাবিশ্ব

বিষয় : নোবেলজয়ী



কবি রাধাপদের ওপর হামলার মূল আসামি গ্রেপ্তার

০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ এএম


কবি রাধাপদের ওপর হামলার মূল আসামি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে রাধাপদ রায় (৮২) নামের চারণকবিকে হামলার ঘটনায় মামলার মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে এবং পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কবি রাধাপদকে মারধরের ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলামকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। অপর আসামি কদুর আলীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও বলেন, এই বিষয়টি একান্তই ব্যক্তিগত। আপনারা সবাই জানেন, এটি পারিবারিক ঘটনা। কেউ কেউ এটিকে অন্যভাবে প্রচারণাও চালিয়েছে। ভুয়া তথ্য না ছড়ানোর জন্য সবাইকে বিনতি অনুরোধ করছি। আমরা কবির খোঁজ রাখছি সবসময়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সকালে রাধাপদ রায়ের নিজ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের বাসিন্দা। ওইদিন চিকিৎসার জন্য কবিকে নেওয়া হয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে শ্রী জুগল রায় পরদিন রোববার অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।


বিভাগ : সারাদেশ



রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে খালেদা জিয়ার স্থায়ী জামিনের সুযোগ আছে: আইনমন্ত্রী

০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪১ এএম


রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে খালেদা জিয়ার স্থায়ী জামিনের সুযোগ আছে: আইনমন্ত্রী

রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইলেই কেবল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিন পেতে পারেন বা বিদেশে যেতে পারেন বলে মন্তব্য করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যে কেউ সাংবিধানিকভাবে এই আবেদন করতে পারবেন।’

আজ বুধবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত যে কোনো আসামি তাঁর দণ্ড মওকুফের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন।

নির্বাহী আদেশের বিষয়ে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী শর্ত যুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেটি দ্বিতীয়বার আর করার কোনো সুযোগ নেই।’

মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করেছেন। শেখ হাসিনা ২০০৮ সালে নিঃশর্ত জামিনে ছিলেন বলেই বিদেশে চিকিৎসা নিতে পেরেছিলেন। তাকে শর্ত দিয়ে জামিন দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষে জামিনে বাসায় চিকিৎসা নিচ্ছেন।’

আইনমন্ত্রী বলেন, ‘শর্ত সাপেক্ষেই তার দণ্ড স্থগিত করে বাসায় চিকিৎসা নিচ্ছেন। এটা পুনরায় বিবেচনায় রাখার সুযোগ রাখা হয়নি। ফখরুলকে অসত্য মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন। বেগম জিয়ার রাজনৈতিক কোনো শর্ত দেওয়া হয়নি।’

অনুসরণ করুন