রাজনীতি

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৩ এএম

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি, সরকারের নানা অনিয়ম-দুর্নীতি, দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীরা অংশ নেন। মশাল মিছিলটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের কিছু আগে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে শাওনের মরদেহ নয়াপল্টনে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। গত বুধবার মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে শাওন আহত হন। গুরুতর অবস্থায় শাওনসহ জাহাঙ্গির মাদবর, তারেক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।

এমএইচ/এসজি