বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন আটক

অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিন আটক। ছবি: সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিনকে আটক করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে দিলশাদ আফরিনকে রাজধানী থেকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পরে বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

চিঠিতে উল্লেখ করা হয়, দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও আদর্শের পরিপন্থী ছিল। সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ সুপারিশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়, যা ৮ এপ্রিল থেকে কার্যকর।

অভ্যন্তরীণ তদন্তে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইপিএলের চলতি মৌসুমে শেষ মুহূর্তে দল পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে।

চোট বা পারফরম্যান্সজনিত ঘাটতির কারণে স্কোয়াডে পরিবর্তনের অংশ হিসেবেই মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে দিল্লি। এর মধ্য দিয়ে আইপিএলের বাকি অংশে আবারও দেখা যাবে ‘দ্য ফিজ’-এর সুইং জাদু।

এর আগেও আইপিএলের বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য এই পেসার শেষ পর্যন্ত কোনো দল না পাওয়ায় কিছুটা হতাশাই ছিল সমর্থকদের মাঝে। তবে শেষ সময়ে এসে দিল্লির ডাক পাওয়ায় স্বস্তি ফিরেছে টাইগারভক্তদের মধ্যে।

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯

গ্রেফতার ৯ ডাকাত। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে তার খামারবাড়িতে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন।

পুলিশ সুপার বলেন, গত ৩মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই দিন রাত ১০ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম মধুপুর থানায় অভিযোগ দায়ের করে।

এরপর মধুপুর থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ টি পিকআপ গাড়ি,২৫০ কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Header Ad
Header Ad

সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা

ছবি: সংগৃহীত

তারকাবহুল ক্রিকেট আয়োজন ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’-এর চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে গঠিত এ দলটি ৯ উইকেটের বড় জয়ে শিরোপা ঘরে তোলে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ স্বপ্নধরা স্পারটান্স প্রথমে ব্যাট করে ১৩৮ রানের লক্ষ্য নির্ধারণ করে। তবে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামা গিগাবাইট টাইটানস মাত্র ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাত ১০টার আগেই।

দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অপরদিকে ফাইনালিস্ট স্বপ্নধরা স্পারটান্সের মেন্টর ছিলেন গিয়াস উদ্দিন সেলিম।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেক তারকা। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।

পাঁচদিনব্যাপী এই টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে অংশ নেয় মোট চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স। বিভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, তাসনুভা তিশা, আলিশা, সিনথিয়া, গোলাম কিবরিয়া তানভীরসহ টিভি ও সংগীত অঙ্গনের জনপ্রিয় মুখরা।

৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হওয়া এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। ফাইনাল ম্যাচের বিরতিতে উন্মোচন করা হয় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নাদান’-এর পোস্টার, যা মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। খেলার মাঠে পোস্টার উন্মোচনের মাধ্যমে শুরু হয় সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আনচেলত্তির সহকারী হয়ে ব্রাজিল দলে ফিরছেন কাকা!
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই
ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে : নাছির
পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা
সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ
জানা গেল ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়
বেনাপোল কাস্টমসে কলমবিরতি শুরু, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও
ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা
দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র