পাঠকের কথা

লাশ, বারুদের গন্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২৭ নভেম্বর ২০২২, ০৩:০৭ এএম

লাশ, বারুদের গন্ধ

উৎসব খুশিতে কি করে নাচে মন
শোক, তাপ, মহামারি, অমানুষিক নির্যাতন
মানুষ নিধন, মৃত্যু মিছিল, বিমর্ষ স্বজন
আকাশে বাতাসে লাশ ও বারুদের গন্ধ
ঘরে ঘরে কান্নার রোল বিচ্ছেদ বেদন
দেশে দেশে ক্ষত বিক্ষত যুদ্ধাহত
নিষ্পাপ মানুষেরা কাঁদছে যখন!

সভ্য জগতে চলেছে লড়াই
ক্ষমতা দখল, রাজ্য দখল
বোমাবাজি ধর্মের বড়াই,
মারণাস্ত্র, জীবাণু অস্ত্র, আগ্রাসন
উন্নত অস্ত্রে নির্বিচারে মুহূর্তে ধ্বংস সহস্র জীবন
হাজার হাজার বছর পেরিয়েও পৃথিবীতে
জাতিগত সংঘাত নির্যাতন ভয়ানক নৃশংসতা
এর নাম কি মানব সভ্যতা?

কোথায় বিবেকবান, বিশ্ব বিবেক এখন
কার কাছে নতজানু, বিশ্ব আদালত
কি স্বার্থে অসভ্য অমানবিক বিভাজন
নির্বিচারে চলেছে হত্যা অসহায় মা শিশু সন্তান
কোথায় শান্তি সংঘ, কেন অন্ধ চেতন?

কেন বর্ণবাদ, জাতিগত সহিংসতা, ভূমি দখল
ইসরাইল ফিলিস্তিন একই ভূমি আকাশ তলে
বৈরিতা সংঘাত প্রতিঘাত চলেছে আজীবন
কবে, কখন, কীভাবে হবে এর সমাধান
শেষ হবে সংঘাত জীবন বলিদান,
ভাববে কি বিশ্ব সুস্থ বিবেক, বিজ্ঞজন
নাকি এমন নির্মম আগ্রাসনে জন্মভূমি
রক্তাক্ত হবে মানুষ, মনুষ্যত্ব আজীবন?

আরএ/

পাঠকের কথা নিয়ে আরও পড়ুন