
পাঠকের কথা
এম এ রাজ্জাক এর দুটি কবিতা

কে লাভবান?
যা বল তা কর না,
যা শুন তা মান না,
যা জান তা বল না,
তাতে লাভ হবে না।
অল্প জানি,
বেশি মানি।
কে সুখী?
যতোই চাও লাভ,
থাকবে অভাব।
কম চাওয়া,
পরম পাওয়া।
নও দুনিয়ার কারো মুখি,
তুমিই চরম সুখী।
/ডিএসএস
পাঠকের কথা নিয়ে আরও পড়ুন