মীর মুর্ত্তজা আলী বাবুর কবিতা ‘ক্ষয়ে যাচ্ছি’

ক্রমশই ধুসর হয় সব কিছু
পরিচিত মুখগুলো অচেনা লাগে
থেমে যায় পথচলা, থমকে দাঁড়ায় সময়
মনে হয় কোথাও কেউ নেই, ছিলো না কোনদিন।
আমি কি প্রতিদিনই সঙ্গিহীন হচ্ছি?
ক্রমান্বয়ে স্মৃতিগুলো মুছে যায়, শুধুই শূন্যতা জেঁকে ধরে
ভুলে যায় অতীত, পুরনো সময়
নতজানু মানুষেরা ফিরে পায় নতুন উদ্যোম।
এভাবেই পৃথিবীর সব আলো বাতাস
ছেড়ে যায় আমাকে, বিলোপ হতে থাকে আমার অস্তিত্ব
আমি হারিয়ে যায় স্মৃতি থেকে, শ্রুতি থেকে
ইতিহাস ভুলে যায়, ভুলিয়ে দেয় আমাকে
আমার কর্মব্যস্ত সময়গুলো ধুসর হয়
ক্ষয়ে ক্ষয়ে আমি ক্রমশই হতে থাকি ক্ষয়।
ডিএসএস/
