বিধান চন্দ্র রায় এর কবিতা ‘পাত্তা লাগাও’
পাত্তা লাগাও কে বসে আছে তোমার শিয়রে চরম সঙ্কটে
পাত্তা লাগাও কীভাবে পরম অযত্নে বেড়ে উঠেছে সাহসী শৈশব
পাত্তা লাগাও কীভাবে বিলীন হয় খাপছাড়া দুঃখ দিনের পন্ড শ্রমের খন্ড সংলাপ
পাত্তা লাগাও কীভাবে নেমে আসে রাত,মুখে বিষ ঢেলে
আবাহন করে মৃতের কাফেলা
পাত্তা লাগাও মগ্ন চৈতন্যে কারা ওঁৎ পেতে জানায় বাঁচার আকুতি
পাত্তা লাগাও কে কেন স্মরনে রাখে উত্তম কষ্টের প্রসন্ন সময়ের গাথা
পাত্তা লাগাও খিড়কি দুয়ারে দাঁড়িয়ে থাকা কপট অভিমান কিভাবে গুঁটি গুঁটি পিছু হটে যায়
পাত্তা লাগাও কীভাবে যুগল বসতি অক্ষুন্ন থাকে আমোদে আহ্লাদে
পাত্তা লাগাও কে বসে তোমার চরন তলে,নিটোল অভিমানে।
ডিএসএস/