পাঠকের কথা

আজহার মাহমুদ এর কবিতা ‘যন্ত্রণা'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০২ মে ২০২৩, ১১:১০ পিএম

আজহার মাহমুদ এর কবিতা ‘যন্ত্রণা'

সিগারেটের ধোঁয়ায় কাটছে রাত

অশ্রু ঝরছে দু-চোখে,

দুঃখরা আজ জেগে উঠেছে

যন্ত্রণা লাগছে বুকে।

 

বুকের ব্যাথায় কাতর আমি

অশ্রুতেই পাই শান্তি,

সিগারেটের ধোঁয়া উড়িয়ে

মেটাতে হয় যন্ত্রণার ক্লান্তি।

 

ডিএসএস/ 

পাঠকের কথা নিয়ে আরও পড়ুন