পাঠকের কথা

বিধান চন্দ্র রায় এর কবিতা 'ভুলু যাবে কাশ্মীর'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১৫ মে ২০২৩, ০৬:৫৩ এএম

বিধান চন্দ্র রায়  এর কবিতা 'ভুলু যাবে কাশ্মীর'

এইবারে ঠিক হলো,যাবে ভুলু,
 
ভারতের জম্বু কাশ্মীর
 
মে মাসে মাইনাস, জেনে তার
 
গা করে শির শির
 
চলছে প্রস্তুতি ভিষণ অস্থির
-
মনে বড়ো ইচ্ছে,খাবে চা
 
জমিয়ে,সালিমার গার্ডেনে
 
খোঁজে আছে দহিবরা,ভেজ
 
খাবে, শ্রীদুর্গানাগ লেইনে
 
ঘোরাঘুরি পুরোদমে চলবে টানেলে
-
বরফের ধ্বস নেমে,চাঁই নেমে
 
যদি পথে গাড়ি হয় বন্ধ,
 
নেবে বিস্কুট-পাউরুটি,গ্রোস ধরে
 
যথারীতি নেবে গলাবন্ধ
 
-
ঘুরবে অরু ভ্যালি, শ্রীনগরে,
 
ঘুরবে পহেলগাঁও
 
ঘুরবে ডাললেকে,টানেলে,
 
সমতলে গুরগাঁও
-
হযরত বাল মসজিদে
 
দাঁড়াবে সে জুম্মায়
 
"করবি দোয়া,খাস দিলে
 
বলে দিছে আম্মায়"
-
তুলিয়ান লেকে,ভাসতে চায়
 
সে,জোছনায় নৌকায় বারবার
 
মায়াময় মোহময় জায়গায়
 
আসতে চায় সে বহুবার।
 
 
বসুন্ধরা
 
ডিএসএস/

পাঠকের কথা নিয়ে আরও পড়ুন