পাঠকের কথা

লিটন আব্বাস এর কবিতা 'অন্যমাত্রা'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২১ মে ২০২৩, ০৫:০৯ এএম

লিটন আব্বাস এর  কবিতা 'অন্যমাত্রা'

তাপমাত্রার ভয়াল মাত্রা যেই দেয়

একটুখানি আরামের আলো, ফুড়ুৎ করে গরমের গাংচিল গাঙ সাঁৎরে পাড়ি দেয় দুর্গম পথ!

ও পথের সায়াহ্নে জৈষ্ঠের ক্ষুধার্ত গরম গিন্নির শরীর ঘামায়। হাতপাখারা উদাসীন সুইচটিপে বাতাসবানে--- তাপষ

বায়উধাও হয় আর কয়, কিছু ঋণ শোধ হয় না কোনদিন; কিছু কাম শেষ হয় না; কামলায় ঘাপলা ফোটায়!

উনুনের তাপে রান্নার ভাত ভাঁপ তোলে; শরীর-মন ঘামে, সিদ্ধ হয়!

নাগরিক সন্ধ্যায় ভীষণ দ্রোহী আকাশ--- ভয়ঙ্কর ডাকে, জনহৃদ্মে ভয় দাপায়, বড়ো বড়ো বহ্নিপাতে ভূমি উর্বর হয়!

জলকন্যেরা আনন্দে দাপাদাপি করে যেনো কোনো মহোৎসব জেঁকে বসেছে। বসতি আলগা হয়---তার বসন খোলে

ধনীক দুলালে, রাজপথ কাঁদে..!

মেটেল সড়কে বাবা-মেয়ের আত্মাহুতি সচেতন মানব-মনের মান ভাঙাতে পারেনা! অধিকার কেঁদেকেটে নাইওরে

যায়---নাগরিক হৈচৈ চাপা দেয় এসবের ইতিহাস!

এমন অদ্ভুত অহঙ্কারে অভিমান ঝরোকায় আঁদল ভাঙে!

তামারকৌটোয় ভরা লোভনীয় শব্দেরা নলীন গুড়ের সন্দেশের সাথে মিশে শুচিপানে জব্দ হতে থাকে...!

 

ডিএসএস/ 

পাঠকের কথা নিয়ে আরও পড়ুন